শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:১৪ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে স্বামী কান কেটে নিয়েছিলো প্রেমিকের, এবার স্বামীর কান কাটলো প্রেমিক

এম শিমুল খান, গোপালগঞ্জ : টুঙ্গিপাড়ার পাটগাতী বাস স্ট্যান্ডে সোমবার বিকেলে এ ঘটনা ঘটেছে। স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে কয়েক মাস আগে রাজিবের কান কেটেছিলো সোহাগ নামের এক যুবক। সেই ঘটনার প্রতিশোধ নিতে এবার জনসম্মুখে সোহাগের কান কেটে নিলো রাজিব।

সোহাগ সরদার শ্রীরামকান্দি গ্রামের শওকত সরদারের ছেলে ও শেখ শুকুর আহম্মেদের ছেলে রাজিব শেখ ।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সোমবার বিকেলে সোহাগ সরদার ঢাকা যাওয়ার জন্য পাটগাতী বাসস্ট্যান্ডে ঢাকাগামী বাস কাউন্টারে টিকিট সংগ্রহকালে হঠাৎ পেছন থেকে তার স্ত্রীর প্রেমিকসহ কয়েকজন দলবেঁধে দেশিয় ধারালো অস্ত্র নিয়ে সোহাগকে এলোপাথারি কোপাতে থাকে। এ সময় সোহাগ সরদারের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখমসহ বাম কান সম্পূর্ণ কেটে পলিথিন ব্যাগে করে নিয়ে উল্লাস করতে করতে চলে যায় রাজিব।

মারাত্মক আহত অবস্থায় প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তিতে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সোহাগ সরদার অভিযোগ করে বলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শেখ শুকুর আহম্মেদের ছেলে রাজিব শেখ দীর্ঘদিন ধরে আমার স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিলো।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এনামুল কবীর বলেন, সোহাগ সরদারের চিকিৎসা নিয়ে তার পরিবার ব্যস্ত রয়েছে। তাই তাদের পক্ষ থেকে এখনো থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সম্পাদনা: সুতীর্থ

  • সর্বশেষ
  • জনপ্রিয়