শিরোনাম

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীক্ষা ছাড়া ঢাবিতে ছাত্রলীগের ৩৪ নেতাকর্মী ভর্তি, বৈধ দাবি করলেন ভিসি ও ডিন

মোহাম্মদ মাসুদ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছাড়া ছাত্রলীগের ৩৪ জনকে ভর্তির ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থীরা। এ ব্যাপাওে রোববার ভিসি বরাবর লিখিত অভিযোগ করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুরু। নিয়ম ছাড়া ভর্তি করা হলেও, তার দায় এড়িয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এটাকে বৈধ বলে দাবি করছেন ডিন ও ভিসি। যমুনা টিভি

জালিয়াতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর হলেও পাওয়া গেলো বড় ধরনের অনিয়মের খোঁজ। ব্যবসায় অনুষদের মাষ্টার্স কোর্সে ভর্তি করানো হয় ৩৪ জনকে। যারা সবাই ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা। এদেও মধ্যে ঢাকসুতে নির্বাচিত হয়েছেন ৮ জন। এই ভর্তির মূল উদ্দেশ্য ছিলো ডাকসু নির্বাচন। তফসিল ঘোষণার পর নির্বাচনে যোগ্য হতে ব্যবসা অনুষদভুক্ত সান্ধ্যকালিন মাষ্টার্স অফ টেক্স ম্যানেজমেন্টে ভর্তি হন ৩৪ জন। অথচ তারা ভর্তি হবার এক মাস আগেই শেষ হয় ভর্তি কার্যক্রম। প্রমাণ মিলেছে ছাত্রলীগ নেতাদের আবদারে ভিসি ও ডীনের চিরকুটে ভর্তি করা তাদের। এ তথ্য নজরে আসার পরও অনিয়মই স্বীকার করছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, অসচ্ছতা, দূর্নীতি, অনিয়ম ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ করে না।

সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়