শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:০৭ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের দুর্বল রাজনৈতিক কাঠামো দিয়ে সুষ্ঠু রাজনীতি হতে পারে না, বললেন আফসান চৌধুরী

বেলাল হোসেন : সোমবার রাতে ডিবিসির সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক ও অধ্যাপক এবং গবেষক আফসান চৌধুরী অংশগ্রহণ করেন।

আরেফিন সিদ্দিক বলেন, গত সাধারণ নির্বাাচনে আওয়ামী লীগের ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানের অঙ্গীকার ছিলো। নির্বাচন শেষে প্রধানমন্ত্রীকে বহু সমাবেশে উক্ত বিষয়ে হুশিঁয়ারী উচ্চারণ করতে দেখেছি। সাধারণ মানুষও উন্মুখ দুর্নীতবাজদের কি সাজা হয়। আসলে আমাদের সর্বস্তরেই দুর্নীতি । তাই দুর্নীতি সমাজের প্রানশক্তিকে ধ্বংশ করে দিচ্ছে।

আফসান চৌধুরী বলেন, আমাদের রাজনৈতিক কাঠামো দূর্বল। তাই দূর্বল রাজনৈতিক কাঠামো দিয়ে সুষ্ঠু রাজনীতি হতে পারেনা। আওয়ামী লীগ কেন অনেক ক্ষেত্রে ছাত্রলীগকে ব্যবহার করে। এখানেই আমাদের দূর্বল কাঠামোর লক্ষণ। কোথাও কোনো জবাবদিহিতা নেই। ছাত্রলীগে চুরি কে করলো সেটা বড় কথা নয়। চুরিটা যে করার সুযোগ রয়েছে সেটাই বড় প্রশ্ন।

অনুষ্ঠানে আরেকটি বিষয়ে আলেচনা হয়। সেটা হলো ইসির কারণে কী করে রোহিঙ্গারা এনআইডি সংগ্রহে সক্ষম হলো । অবশ্য আরেফিন সিদ্দিক বলেন, ছাত্রলীগের দুর্নীতি আর ইসির দুর্নীতি দুটোই দুর্নীতি। দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। দুর্নীতি প্রমান হয়ে গেলে তার বিচার হতে হবে। বঙ্গবন্ধু সব সময় আত্নশুদ্ধির কথা বলতেন।

আফসান চৌধুরী বলেন, সেই কবে ল্যাপটপ হারানো গেছে। উচিত ছিলো সেই ল্যাপটপের কোনো তথ্য ব্যবহার না করা। ইসি অবশ্যই অদক্ষ। আসলে আমাদের দেশে চলছে শাস্তিমুক্ত প্রশাসন।

সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়