শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:০২ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুরমার তীর পরিচ্ছন্নতা অভিযানে বৃটিশ এমপিদের অংশগ্রহণ একটি নতুন মাইলফলক

মাজহারুল ইসলাম : সিলেটের সুরমা নদীর দুই তীরের আবর্জনা পরিষ্কার অভিযানে অংশ নিয়েছেন ব্রিটিশ এমপি কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট অ্যান মেইন, ভাইস প্রেসিডেন্ট পাউল স্কলি এবং বব ব্ল্যাক মেন। ক্লিন সুরমা গ্রিন সিলেট’ নামে একটি প্রকল্পের আওতায় এ অভিযান হয়। প্রায় দুই ঘণ্টা ব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমে সেতুর দক্ষিণ প্রান্তের একাংশ পরিষ্কার করা হয়। এর আগে এটি উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। দেশ রূপান্তর

ওই তিনজন ব্রিটিশ এমপি’র নেতৃত্বাধীন সফররত ২২ সদস্যের কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ’-এর প্রতিনিধি দল সোমবার এ কর্মসূচিতে অংশগ্রহন করেন। কনজারভেটিভ পার্টি এবং ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করে এই সংগঠন। এসময় ব্রিটিশ কনজারভেটিভ পার্টি'র এমপিরা বলেন, সিলেটের সঙ্গে ব্রিটেনের রয়েছে ঐতিহ্যবাহী সম্পর্ক। এখানকার তরুণরা যেভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে, তা দৃষ্টান্তমূলক। তাদের সঙ্গে পরিবেশ রক্ষা কার্যক্রমে অংশ নিয়ে আমরা গর্বিত। প্রকল্পের সাফল্য কামনা করে ওই তিনজন ব্রিটিশ এমপি জানান,  প্রয়োজনে ব্রিটেন ক্লিন সুরমা গ্রীন সিলেট প্রকল্পে সহায়তা করতে আগ্রহী।

কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ, এর চেয়ারম্যান মেহফুজ চৌধুরী জানান, ব্রিটিশ এমপিদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন এবং ২০ সেপ্টেম্বর ফিরে যাবেন। সফরকালে তারা সিলেট, কক্সবাজার ও ঢাকায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। এবার তাদের প্রকল্পের নাম শাপলা’।

ওই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বাংলাদেশ স্কাউটস রেলওয়ে ডিস্ট্রিক্ট,  ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সাইকেল ট্রাভেলার্স অব সিলেট, সোশ্যাল ওয়ার্কার্স অব সিলেট, রুরাল টু আরবান, অণুবীক্ষণসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকেরা। ‘ক্লিন সুরমা গ্রীন সিলেট’- প্রজেক্ট সংশ্লিষ্টরা জানান, শুরু থেকেই সিলেট সিটি কর্পোরেশন তাদের সবধরনের সহায়তা দিয়ে আসছে। এ কার্যক্রমে বৃটিশ এমপিদের সরাসরি অংশগ্রহণ একটি নতুন মাইলফলক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়