শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:২১ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যতো বড় শক্তিশালীই হোক পুঁজিবাজার অনিয়মকারীরা ছাড় পাবে না, বললেন অর্থমন্ত্রী

সাইদ রিপন: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজারে দাম বাড়িয়ে পরিবেশ অস্থিতীশিল করলে কেউ ছাড় পাবে না। যতো বড় শক্তিশালী হোন না কেন এখন থেকে পুুঁজিবাজার অনিয়মকারীরা কোনভাবেই ছাড় পাবে না। যে অনিয়ম করবে তার বিরুদ্ধেই আইন অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে।

সোমবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময়’ সভায় মন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির তুলনায় আমাদের পুঁজিবাজার উন্নয়ন হয়নি। কিন্তু এ সেক্টরটি যদি চাঙ্গা থাকতো তাহলে আমাদের অর্থনীতি আরো এগিয়ে যেতো। তাছাড়া প্রধানমন্ত্রীও সবসময় পুঁজিবাজার উন্নয়নের কথা বলেন। মধ্য, উচ্চ থেকে সাধারণ প্রায় সব শ্রেণির মানুষই পুঁজিবাজারে জড়িত। এই বাজারে আরো কিছু কাজ করতে হবে। আজকের আলোচনার মাধ্যমে আমরা সবাই একমত হয়েছি, পুঁজিবাজার উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। সরকারের সকল সংস্থাও একমত পোষণ করেছে, যে কোন মূল্যে এ সেক্টরটি উন্নয়ন করতেই হবে। এজন্য পুঁজিবাজার উন্নয়নে ভালো ভালো সরকারি কোম্পানিগুলো বাজারে নিয়ে আসা হবে। বাজারের মূল্য যথাযথ রাখতে বিশেষ কমিটিও গঠন করা হবে।

তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে পুঁজিবাজারে জনগণের আস্থা ফিরিয়ে আনা হবে। আমরা অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। এই বাজারে আমরা শতভাগ আস্থা অর্জন করতে চাই। এখন থেকে আর কেউ অপবাদ দিতে পারবেন না যে, আমরা ন্যায় বিচার করি না।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান এবং সাধারণ বিমা করপোরেশনের চেয়ারম্যান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়