শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৫১ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা রেঞ্জের ২৭ পুলিশ সদস্য পুরস্কৃত

ইসমাঈল ইমু : ডিআইজি ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান এর সভাপতিত্বে সোমবার রেঞ্জ সম্মেলন কক্ষে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা রেঞ্জের অফিসার ও ফোর্সদের মাসিক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে ৩ জন চৌকিদারসহ ২৭ জন অফিসার/ফোর্সকে পুরস্কৃত করা হয়।

আগস্ট মাসে মাদারীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এবং নরসিংদী জেলার রায়পুরা সিনিয়র সহকারি পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার দেয়া হয়।

মাসিক অপরাধ পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনাসহ বিভিন্ন মামলা সংক্রান্তে দিক নির্দেশনা প্রদান করা হয়। পর্যালোচনায় দেখা যায়, আগস্ট মাসে ঢাকা রেঞ্জে ২৯৭৯ টি মামলা রুজু হয়েছে, যা জুলাই মাসের তুলনায় ৮৫টিও আগস্ট মাসের তুলনায় ৩০৩টি মামলা হ্রাস পেয়েছে।
এছাড়া আগস্ট মাসে মাদকদ্রব্য উদ্ধার খাতে ১৪৪১টি মামলা রুজু হয়েছে, যা জুলাই মাসের তুলনায় ১৩৬টি ও আগস্ট মাসের তুলনায় ২৮৪টি মামলা হ্রাস পেয়েছে। তাছাড়া, অস্ত্র উদ্ধার খাতে আলোচ্য মাসে ১৫টি মামলা রুজু হয়েছে, যা জুলাই মাসের তুলনায় ৮টি মামলাবৃদ্ধি ও আগস্ট মাসের তুলনায় ১২টি মামলাহ্রাস পেয়েছে। জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে উদ্ধারখাতে ১৩০টি মামলা হ্রাস পেয়েছে। জুলাই মাসে আদালত থেকে ১ লাখ ৬০ হাজার ৮৯৭টি গ্রেপ্তারী পরোয়ানা প্রাপ্ত হয়ে ১লাখ ১০ হাজার ২৯২ টি পরোয়ানা অর্থ্যাৎ ৫ হাজার ৬০৫ টি গ্রেপ্তারী পরোয়ানা নিষ্পত্তি কম হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি আসন্ন দূর্গা পূজা উপলক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সভায় তিনি সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণে কাজ করার জন্য পুলিশ সুপারদের নির্দেশ প্রদান করেন। তিনি গ্রেপ্তারী পরোয়ানা নিষ্পত্তি বৃদ্ধি হওয়ায় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের ধন্যবাদ জানান। বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইন-শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য রেঞ্জের সকল পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়