শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০১:২২ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে দেশের বৃহৎ এনামি যাদুঘর (ভিডিও)

ফাতিমা জান্নাত : চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে দেশের বৃহৎ এনাটমি যাদুঘর। প্রাণির দৈহিক গঠন ও জীবন প্রণালীর প্রতিটি ক্ষেত্র শিক্ষার্থীদের হাতে কলমে শেখানো হচ্ছে এই যাদুঘরে। ভয়েস অফ অ্যামেরিকা

শিক্ষার্থীদের গবেষণার জন্যেই চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩ হাজার বর্গফুট আয়তনের জায়গার উপর গড়ে তোলা হয়েছে বৃহৎ এনাটমি যাদুঘর।
এ যাদুঘর স্থান পেয়েছে ছোট বড় সাত প্রজাতির প্রাণির কঙ্কাল বিভিন্ন প্রাণীর ডিএনএ, প্রানীর অঙ্গ প্রত্যঙ্গের মডেলও।

২০১৭ সালে গড়ে তোলা হয় এই এ্যানাটেমি যাদুঘর। ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে এই যাদুঘরটি প্রানীবিজ্ঞান শিক্ষার্থীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এর সাথে সংশ্লিষ্টরা।

এ্যানাটেমি বিভাগের প্রধান প্রফেসর ডা. লুৎফর আহসান বলেন, এখানে ৬০ টি প্রানীর কঙ্কাল আছে। হিউম্যানের সাথে এনিম্যালের কী পার্থক্য এটা আমরা শিক্ষার্থীদের যাতে হাতে কলমে শিক্ষা এবং বুঝাতে পারি সেজন্য এগুলো রাখা।

এ্যাকাডেমিক কার্যক্রম ছাড়াও এসব গবেষণার কাজে লাগবে বলে জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, এগুলো থাকাতে আমরা হাতে কলমে শিক্ষতে পারছি এবং দেখতে পারছি।

প্রানী সম্পদ উন্নয়ন এবং শিক্ষার্থীদেও হাতে কলমে শিক্ষা দিতে ভেটেরিনারি এ যাদুঘর গড়ে তোলা হয়েছে বলে জানান এ্যানাটেমি বিভাগের প্রধান।
এ জন্য যাদুঘরটি আরও সমৃদ্ধ করার কথা বললেন তারা। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়