শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০১:১৫ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিনি মিলগুলোকে আরো আধুনিকায়ন করতে হবে, বললেন মজহারুল হক

রমজান আলী : পঞ্চগড়- ১ আসনের এমপি ও বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের সভাপতি মোঃ মজহারুল হক প্রধান বলেন, চিনির উৎপাদন বাড়াতে চিনি মিলগুলোকে আরো আধুনিকায়ন করতে হবে। দক্ষ ও প্রশিক্ষিত লোক নিয়োগ করতে হবে। সময়মতো শ্রমিকদের বেতন-ভাতা দিতে হবে।

বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বিএসএফআইসি কর্তৃপক্ষের সমন্বয়ে যৌথসভায় তিনি এ বলেন।

তিনি আরো বলেন, চিনির উৎপাদন বাড়াতে আখচাষীদের কমমূল্যে সার ও বীজ সরবরাহ করতে হবে।উৎপাদনের বাড়ানোর জন্য সরকারকে বিদেশ থেকে উন্নতমানের বীজ আনতে হবে। উন্নতমানের বীজ হলে উৎপাদন বাড়বে। উৎপাদন বেশি হলে এখাতে লোকসান হবে না সরকারের।

তিনি আরো বলেন, চিনি শিল্পে দুর্নীতি কমাতে হবে। যে জায়গাগুলোতে দুর্নীতি রয়েছে সেগুলো খতিয়ে বের করতে হবে। তখন আমরা আমাদের কাঙ্খিত লক্ষে পৌঁছাতে পারবো।

তিনি আরো বলেন, আখচাষ করা অনেক কঠিন কাজ। অনেক প্রতিকূলতার মাঝে চাষীদের আখ চাষ করতে হয়। তাই চাষীরা যদি কোন সুযোগ-সুবিধা না পান, তাহলে এখাত থেকে মুখ ফিরিয়ে নিবে আখচাষীরা। চাষীরা মুখ ফিরিয়ে নিলে এখাত ধ্বংস হয়ে যাবে। আর তখন চিনি দাম বেড়ে যাবে। এখন যে চিনি আমরা ৫০ টাকা খাই, তখন সে চিনি খেতে হবে ২০০ টাকা। তাই সরকারের কাছে আমার দৃষ্টি থাকবে চিনিশিল্পকে বাচাতে সরকারের আরো উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশন সিনিয়র সহসভাপতি ও জামালপুর-২ আসনের এমপি আলহাজ্ব মোঃ ফরিদুল হক। এতে সভাপতিত্ব করেন, অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান বিএসএফআইসির অজিত কুমার পাল এফসিএ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়