শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:২৭ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে পরকিয়া দেখে ফেলায় মেয়েকে খুন করার অভিযোগ মায়ের বিরুদ্ধে

স্বপন দেব, মৌলভীবাজার : জুড়ী উপজেলার বড়ধামাই গ্রামের জেলি বেগমের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে । জেলি কাতার প্রবাসী কাজল মিয়ার স্ত্রী। ২ মাস আগের এ ঘটনায় নিহত স্কুলছাত্রী শাহিনা জান্নাত অপির (১২) চাচী সুকেদা বেগম আদালতে এ অভিযোগে পিটিশন মামলা দায়ের করেছেন। আদালত মামলার প্রতিবেদন দাখিল করতে থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্র জানায়, গত ১৮ জুন রাতে অত্মহত্যা করেছে বলে মা জেলি বেগম স্বজনদের মধ্যে প্রচার করেন। জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে জেলি বেগমের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই গত ১৯ জুন স্কুলছাত্রী অপির মরদেহ দাফন সম্পন্ন হয়। জেলি ‘আত্মহত্যায়’ মেয়ে মারা গেছে দাবি করে থানায় ইউডি মামলা করলেও প্রতিবেশীরা দাবি করেন ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

ঘটনার রাতে অপকর্মের বিষয়টি প্রবাসে থাকা বাবাকে বলে দেয়ার হুমকি দিলে মা জেলি বেগম ক্ষিপ্ত হয়ে অপিকে লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। এক পর্যায়ে সে মারা যায়। পরে মা জেলি বেগম গলায় ওড়না পেছিয়ে বাথরুমের বর্গায় ঝুলে মেয়ে আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার করেন। অপির শরীরে মারপিটের অসংখ্য দাগ থাকা স্বত্ত্বেও স্থানীয় প্রভাবশালী মহলের সঙ্গে জেলি বেগমের গভীর সখ্যতা থাকায় তাদের মাধ্যমে থানা পুলিশকে অন্ধকারে রেখে তিনি ময়না তদন্ত ছাড়াই নিষ্পাপ শিশু মেয়ের মরদেহ দাফন করেন।

জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বিজ্ঞ আদালত স্কুলছাত্রী অপির মৃত্যু সংক্রান্ত ইউডি মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ইতিমধ্যেই তা আদালতে প্রেরণ করেছেন। সম্পাদনা : সুতীর্থ

  • সর্বশেষ
  • জনপ্রিয়