শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:১৭ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুরি করেই ক্ষান্ত হয়নি, ভাত রান্না করে খেয়ে ,শুয়ে আরাম করে গেছে চোর!

মুসবা তিন্নি : একটি বাড়িতে চুরি করতে ঢুকেছিলো চোর। চুরি তো করলই, রান্নাঘরে ঢুকে রীতিমতো রেঁধে বেড়ে ভাতও খেয়েছে সে। শুধু তাই নয়, বিছানায় কিছুক্ষণ শুয়েও নিয়েছে। তারপর ৪৫ হাজার টাকা ও লক্ষাধিক টাকার গয়না নিয়ে পালিয়েছে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এ ঘটনা ঘটেছে। অর্থসূচক

নরেন্দ্রপুরের শেফালি সর্দারের পূর্ব আদর্শনগরের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িতে তিনিই একাই থাকেন। মেয়ের বাড়ি সোনারপুর উত্তরায়ন পল্লিতে। মেয়ে সন্তানসম্ভবা। শুক্রবার রাতে মেয়ের বাড়িতে যান শেফালি। তার আগে সকালে ব্যাঙ্ক থেকে ৪৫ হাজার টাকা তুলে এনেছিলেন। ডেলিভারির সময় প্রয়োজন পড়তে পারে ভেবে টাকা ঘরে রেখেছিলেন শেফালি।

শনিবার সকালে পাড়ার লোক দেখতে পায় শেফালির বাড়ির মূল ফটকের তালা ভাঙা। ভাঙা দরজাও। চুরি হয়েছে বুঝতে পেরে পড়শিদেরই একজন ফোন করেন শেফালিকে। দ্রুত সোনারপুর থেকে নরেন্দ্রপুরে ফিরে আসেন শেফালি। ঘরে ঢুকে মাথায় হাত তার। দেখেন ঘর লন্ডভন্ড, শোকেস ভাঙা, আলমারি ভাঙা। খবর দেয়া হয় পুলিশে। দ্রুত শেফালির বাড়ি চলে আসে পুলিশ। সব কিছু দেখে শেফালি জানান, ৪৫ হাজার টাকা ও লক্ষাধিক টাকার গয়না চুরি হয়েছে। কান্নায় ভেঙে পড়েন তিনি।

পুলিশ শেফালির সব ঘর ঘুরে দেখে। রান্নাঘরে এঁটো থালা-বাটি দেখে সন্দেহ হয় পুলিশের। কারণ শেফালি পুলিশকে জানিয়েছিলেন, তিনি শুক্রবার বাড়িতে খাওয়ার কোনও আয়োজন রাখেননি। মেয়ের বাড়িতেই খাচ্ছেন সেদিন থেকে । পুলিশ শেফালিকে রান্নাঘরে ডেকে আনে।

শেফালি বলেন, চোরই স্টোভ জ্বালিয়ে ভাত রান্না করেছে। ফ্রিজ খুলে আলু-মরিচ বের করেছে। তিনি কোনও থালাবাসন বা হাঁড়ি এঁটো রেখে যাননি। দেখা যায় রীতিমতো চেটেপুটে আলু, ভাত, মরিচ মেখে খেয়েছে চোর। তারপর এঁটো বাসনকোসন রান্নাঘরে রেখে শেফালির বিছানায় খানিক শুয়েও নিয়েছে। কোঁচকানো চাদর ও বালিশ দেখে এ সম্বন্ধে নিঃসন্দেহ হয় পুলিশের। ঘটনা এখানেই শেষ নয়। যে ঘরে আলমারি ছিলো, সে ঘরে কম পাওয়ারের আলো হওয়ায় বাথরুম থেকে বাল্ব খুলে ওই ঘরে লাগিয়েছিলো চোর। চোরের এমন কান্ডকারখানায় হতবাক পাড়া-প্রতিবেশীরা। চমকে গিয়েছে পুলিশও।
সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়