শিরোনাম

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১৮ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জমিতে বেশি সার ব্যবহার না করার পরামর্শ দিলেন কৃষিমন্ত্রী

মো তৌহিদ এলাহী : সারের ব্যবহার জমির কার্যক্ষমতা বাড়িয়ে উৎপাদন বৃদ্ধি করে ।  তবে অতিরিক্ত সারের ব্যবহার মাটির কার্যক্ষমতা হ্রাস করে দেয়, কমে যায় উৎপাদন।   তাই ফসলি জমিতে পর্যাপ্ত ও পরিমিত সারের ব্যাবহার গুরুত্বপূর্ণ।

রবিবার এক কর্মশালায় এ বিষয়ে সতর্ক করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, তিনি বলেছেন, নাইট্রোজেন ব্যবহার ফসলের উৎপাদন ৩০-৩৪ শতাংশ পর্যন্ত বাড়ায়।  অধিক নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহারের ফলে জমির ফসলের উৎপাদন বাড়লেও জমির ঊর্বরতা কমে যায়।   তিনি জমিতে অধিক সার ব্যবহার না করার পরামর্শ দেন। রাজধানীর লেক ক্যাসেল হোটেলের কর্মশালায় ড. রাজ্জাক বলেন, অনেক কৃষক সারের সঠিক ব্যবহার না জেনে জমিতে বেশি বেশি সার ব্যবহার করেন। ফলে সারের নাইট্রোজেন বাতাসে মিশে পরিবেশ দূষণ করে, আবার পানিতে মিশে মানুষের জন্য ক্ষতির কারণ হয়। তাই এর ব্যবহার পরিমিত করতে হবে এবং পর্যায়ক্রমে কমিয়ে আনতে হবে।

মন্ত্রী বলেন, ‘সরকার খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য কাজ করছে। সরকারের সবার জন্য লক্ষ্য নিরাপদ ও পুষ্টিমান সমৃদ্ধ খাদ্য নিশ্চিত করা, এর জন্য কৃষকদের সচেতন করতে হবে। অধিক সার ব্যবহারের ফলে পরিবেশ ও মানুষের জন্য বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় তা কৃষকদের জানাতে হবে। কৃষিকর্মে জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে নাইট্রোজেন সরবরাহ করা হয়। আমাদের কৃষিকর্মের প্রয়োজনে হেক্টর প্রতি আবাদি জমিতে রাসায়নিক সারের ব্যবহার অনেক বেশি।’

টিএ/এসবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়