শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:১০ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে কার রেসিংয়ে শিরোপা জিতলো বাংলাদেশি রেসার

এল আর বাদল : ভারতের চেন্নাইয়ে ভক্সওয়াগন অ্যামিও কাপে জুনিয়র চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন বাংলাদেশি কার রেসার আইমান সাদাত। কার রেসিংয়ে এটি বাংলাদেশের প্রথম শিরোপা। এর আগে আয়মানের বড় ভাই আফফান সাদাতও কার রেসিংয়ের বৈশ্বিক টুর্নামেন্ট অংশগ্রহণ করেছেন। এবার ছোট ভাইয়ের হাত ধরে এলো ব্যয়বহুল এ খেলার প্রথম শিরোপা।

টুর্নামেন্টের শেষ রাউন্ডের প্রথম রেসে দুর্দান্ত খেলেও কিছুটা পিছিয়ে পড়েছিলেন বাংলাদেশি এ কার রেসার। তবে শেষ দুই রাউন্ডে ট্র্যাকে ঝড় তুলে জুনিয়র চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেন তিনি। সর্বকনিষ্ঠ রেসার হিসেবে এ শিরোপা জয়ের স্বাদ পেলেন চট্টগ্রামের এ তরুণ।

দুই ভাইয়ের রেসিংয়ে আসার কথা বলতে গিয়ে তাদের বাবা মিকাইল সাদাত চলে গেলেন বড় ছেলে আফফানের সময়ের গল্পে। বর্তমানে কানাডায় উচ্চতর পড়ালেখার পাশাপাশি রেসিংচর্চা চালিয়ে যাওয়া আফফানের রেসিংয়ে ঝোঁক ছিল কম বয়স থেকেই। ঝোঁক হবে না-ই বা কেন? বর্তমানে ইস্পাত ব্যবসায়ী মিকাইল সাদাতের একসময়ে ছিলো গাড়ি আমদানির ব্যবসা। ছেলের ঝোঁক বুঝতে পেরে এসএসসি পরীক্ষা শেষে তাকে ইংল্যান্ডে নিয়ে যান মিকাইল সাদাত। রেসিং ট্র্যাকে নিয়ে অনুশীলন করালেন। কিন্তু প্রতিদিনের অনুশীলনের খরচ প্রায় ৬০ হাজার টাকা। সেখানে বসেই ভারতের রেসিং ট্র্যাকের কথা জানতে পারেন মিকাইল সাদাত।

ছোট ছেলে আইমানের পথচলা অনেকটাই সহজ হয়ে গেলো। বাসায় অনুশীলনের জন্য বড় ভাই আফনানের সিমুলেটর ছিলো। সেটাতেও চললো চর্চা। আইমান তাই সোজা ভারতে গিয়ে রেসিং ট্র্যাকে নেমে পড়তে পারলো। কখনো কোয়েম্বাটুর ট্র্যাকে, তো কখনো চেন্নাইয়ে। তার রেসিং লাইসেন্স ভারত থেকে নেওয়া। এরপর শুধু রেসিং ট্র্যাকে গতির ঝড় তোলা। সূত্র. ইনকিলাব অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়