শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০২:১৬ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় পিস্তল, পাইপগান, গুলিসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

মাহফুজ নান্টু : কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বোরবার ভোর রাতে উপজেলার আকাবপুর গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, ৫৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ৫৪টি দেশীয় অস্ত্র, গান পাউডার, তরল পদার্থ উদ্ধার করে। এসময় পুলিশ ওই বাড়ী থেকে ৪ যুবককে আটক করেছে।

পুলিশ জানায়, বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশের একটি দল রাত্রীকালীন ডিউটি পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বিপুল পরিমান অস্ত্রসহ কিছু যুবক একটি বাড়ীতে অবস্থান করছে। এ খবরে বুড়িচং থানা অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর আবু ইউসুফ ফসিউজ্জামান, এস আই শাহিন কাদির, এ এস আই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রোববার ভোর পৌনে ৩ টায় উপজেলার ময়নামতি ইউনিয়নের আকাবপুর গ্রামের মৃত আবদুল মান্নানের পুত্র মাসুম আলম (২৬) এর ঘরে অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুম আলম ঘরের পিছন দিয়ে পালানোর চেষ্ঠা কালে পুলিশ তাঁকে আটক করে তাঁর দেহ তল্লাসী চালিয়ে ১টি ৭.৬২,পিস্তল উদ্ধার করে। পরে ঘরের মধ্যে লুকিয়ে রাখা ২৯ রাউন্ড গুলি, ১টি দেশীয় তৈরী পাইপগান, ৩০ টি কার্তুজ, ০৫ টি রামদা, প্রত্যেকটি লম্বা অনুমান ৪১ ইঞ্চি, ০৫টি লম্বা ছুরি, প্রত্যেকটির লম্বা অনুমান ২৮ ইঞ্চি, ১৬ টি দা, লম্বা অনুমান ২১ ইঞ্চি, ০১ টি স্টীলের চাইনিজ কুড়াল, লম্বা ২৯ ইঞ্চি, ১০টি স্টীলের পাইপ, কালো কসটেপ দ্বারা মোড়ানো, প্রত্যেকটির লম্বা অনুমান- ৩০ ইঞ্চি, ১৭ টি হকিস্টিক, গান পাউডার, পাথরের টুকরা, ১ টি পাল্লস্টিকের বোতলে লাল রংয়ের কিছু তরল পদার্থ উদ্ধার করে। এসময় ঘরের মালিক মৃত আবদুল মান্নানের পুত্র মাসুম আলম (২৬), রাজশাহী জেলার গোদাগাড় থানার মাধপুর গ্রামের মফিজুল আলমের ছেলে সোহাগ (২৫), আকাবপুর মৌলভী বাড়ীর আবুল বাসারের ছেলে মোঃ কাশেম (২৩), রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন বমর্তল গ্রামের লুৎফুর রহমানের ছেলে ফিরোজ (২২) কে আটক করে। পুলিশ জানায়, আটককৃত আসামীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এক ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়