শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০১:০৪ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোস্টার দেখেই ফিরে যাচ্ছেন মায়াবতী সিনেমার দর্শক

রেন্টিনা চাকমা : ১৩ সেপ্টেম্বর সারা দেশে ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান অভিনীত ‘মায়াবতী’ সিনেমা।সিনেমাটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। মুক্তির আগে থেকে প্রচারণায় ব্যতিক্রম নিয়ে আসলেও সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, সিনেমাটি দেখার জন্য হলে দর্শক আসছেন না। দর্শকরা পোস্টার দেখেই ফিরে যাচ্ছেন। এদিকে আশানুরূপ দর্শক না হওয়ায় লোকসানের মুখে পড়েছেন হল মালিকরা।

রাজধানীর মতিঝিলে অবস্থিত মধুমতি সিনেমা হলে চলছে ‘মায়াবতী’ সিনেমাটি। এই হলে সন্ধ্যার শোতে দেখা যায়, টিকিট কাউন্টারের সামনে উৎসুক জনতার ভিড়। হলের সিঁড়ি বেয়ে হলের রুমে গিয়ে দেখা মিলে কয়েকজন দর্শক মিলে ছবিটি দেখছেন। সন্তোষজনক দর্শকের দেখা মিললেও টিকেট কেটে কেউ ভিতরে প্রবেশ করছেন না।
সন্তোষজনক দর্শকের উপস্থিতি থাকার পরও ছবিটি দেখতে অনেকেই টিকিট কাটছেন না। এ প্রসঙ্গে হলের কর্মচারী রবিন বলেন, শুক্রবার সিনেমাটি মোটামুটি চললেও আজ তেমন দর্শক চোখে পড়েনি। দর্শকরা শুধু পোস্টার দেখে ফিরে গেছেন।

শ্যামলী হলেও চলছে ‘মায়াবতী’ সিনেমাটি। কিন্তু এ হলেও সিনেমাটি দর্শকদের টানতে পাচ্ছে না। ছবিটি মুক্তির দিন থেকে হলমুখী করতে পারিনি দর্শকদের।সিনেমা হলের টিকেট চেকার বলেন, শুক্রবার হাতেগোনা দর্শক হলেও শনিবার বিকেলের শোতে দর্শক শূন্য বলা যায়। কারণ হলে দর্শকের উপস্থিতি পনের কিংবা বিশ জন হলে তা দর্শক শূন্যই বলা যায়। ছবিটি নিয়ে আমরা আশানুরূপ চিন্তা করলেও তা সফল হয়নি। বর্তমানে সিনেমা অ্যাকশনধর্মী আর নায়কের ওপর নির্ভর করে।

তিনি আরও বলেন, সিনেমা পুরাতন হলেও দর্শক শাকিব খানের সিনেমা দেখতে চান। সিনেমা হল বাঁচাতে হলে শাকিব খানের সঙ্গে নতুনদের সিনেমা করা প্রয়োজন। এছাড়া বানিজ্যিক ধারার ছবি নির্মাণে ছবির অবস্থার সংকট কাটিয়ে তুলবে।

আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি অডিও ভিশন প্রযোজিত ‘মায়াবতী’ সিনেমাতে তিশা, রোহান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, নরেশ ভুঁইয়া, ওয়াহিদা মলি­ক জলি, আফরোজা বানু, অরুণা বিশ্বাসসহ আরও অনেকে। ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ ছবির গল্প গড়ে উঠেছে নারী পাচারকে ঘিরে। সমাজের পারিপার্শ্বিক অবস্থাও চিত্রায়িত হয়েছে এ চলচ্চিত্রে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়