শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ

মো. আখতারুজ্জামান : ভারতীয় কর্তৃপক্ষ শুক্রবার হঠাৎ করে পেঁয়াজের রপ্তানিমূল্য ৩০০ থেকে ৮৫২ মার্কিন ডলার নির্ধারণ করায় বিপাকে পড়েছেন হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। তবে রোববার আবার রপ্তানি চালু হতে পারে। আগের দেয়া এলসিগুলোর বিপরীতে ভারতের কাস্টমস কর্তৃপক্ষ পেঁয়াজ রপ্তানির অনুমতি দিচ্ছে না।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী বাবুল হোসেন জানান, শনিবার ছুটির দিন হওয়া এলসির টাকার সমন্বয় করা যায়নি। তবে আজ (রোববার) এ বিষয়ে সমন্বয় করে আবার রপ্তানি চালু হবে বলে আশা প্রকাশ করেন এ ব্যবসায়ী।

বাবুল হোসেন জানান, শুক্রবার পর্যন্ত প্রতি মেট্রিকটন পেঁয়াজ ৩০০ মার্কিন ডলারে আমদানি করা হতো। আর এখন থেকে প্রতি মেট্রিকটন ৮৫২ মার্কিন ডলারে আমদানি করতে হবে।

ভারত সরকার পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়েছে। এ কারণে দেশের খোলা বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা দরে।

রাজধানীর শ্যামবাজারের আলহাজ ট্রেডাসের মালিক আদা, রসুন ও পেঁয়াজ ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ‘ভারতে পেঁয়াজের দাম বাড়লে আমাদের বাজারেও তার প্রভাব পড়ে। তবে এখন ভারত ছাড়াও বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসে। ফলে খুচরা বাজারে দাম কিছুটা বাড়বে। সেটা বেশি মাত্রায় বাড়বে না।’

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়