শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০১:০৯ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি থেকে বহিস্কার ফাতেমা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি থেকে বহিস্কৃত হয়েছেন ফাতেমা তুজ জিনিয়া। তিনি জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নামে বিভ্রান্তকর ও মিথ্যা তথ্য প্রচার, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাকের পরিকল্পনা এবং ভর্তি পরীক্ষা নস্যাৎ অপচেষ্টা করছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মিথ্যাচার ও অপ্রীতিকর কথা বলার প্রমানও পাওয়া গেছে ফাতেমা তুজ জিনিয়ার বিরুদ্ধে।

রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক প্রেসবার্তায় জানা যায়, ১৪ সেটম্বর সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পষিদ সদস্যদের সিদ্ধান্ত ও স্বাক্ষরিত পত্রে বশেমুরবিপ্রবিসাসের সদস্য থেকে ফাতেমা তুজ জিনিয়াকে অব্যহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নামে বিভ্রান্তকর ও মিথ্যা তথ্য প্রচারসহ নানা অভিযোগের উপযুক্ত প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য পদ থেকে বহিস্কার করেছে ফাতেমা তুজ জিনিয়াকে বলে জানান সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

ফাতেমা তুজ জিনিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারন সদস্য এবং ডেইলি সান পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি ছিলেন।এ ব্যাপারে ফাতেমা তুজ জিনিয়ার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়