শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে ১৬৫ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান

আক্তারুজ্জামান : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি লড়ছে বাংলাদেশ ও আফগানিস্তান। দুদলেরই এটা দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে দুদলই হারিয়েছে জিম্বাবুয়েকে। মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়েছে খেলাটি।

খেলা শুরুর হওয়ার আগে ভাগ্য নির্ধারনী পরীক্ষা টসে হেরেছেন বাংলাদেশের সেনাপতি সাকিব আল হাসান। টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছেন আফগান সেনাপতি রশিদ খান। দুদলের প্রথম ম্যাচের একাদশই আজ মাঠে নামছে। কোনো পরিবর্তন আনেননি দুদলের নির্বাচকরা।

৩৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিলো আফগানরা। কিন্তু আসগর আফগান ও মোহাম্মদ নবী জুটিতে ভর করে ঘুরে দাঁড়াচ্ছিলো। কিন্তু মোহাম্মদ সাইফউদ্দীন আবারও আঘাত হেনে এ জুটি ভাঙেন। আসগর ৪০ রানে ফিরে গেলে ভাঙে ৭৯ রানের জুটি। পরে গুলবেদিনকেও ফেরান এ পেসার। ইতিমধ্যে ৪টি উইকেট নিয়েছেন তিনি।

শেষ পর্যন্ত মোহাম্মদ নবীর ৮৪ রানে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছে আফগানিস্তান।  বাংলাদেশের হয়ে সাইফউদ্দীন ৪টি উইকেট ছাড়াও সাকিব দুটি উইকেট নেন। ৪ ওভারে ১টি মেডেনও নেন তিনি।

ব্যাটে নেমে ইনিংসের প্রথম বলেই সাইফউদ্দীনের ইনসুইঙ্গার বুঝতেই পারেননি রহমানুল্লাহ গুরবাজ। যখন বুঝলেন ততক্ষনে অফ স্ট্যাম্প পেছনে ছিটকে গিয়ে পড়ে আছে। কোন রান না করেই ফেরেন তিনি। এরপরের ওভারে সাকিব ফিরিয়েছেন আরেক ঝড় তোলা ওপেনার হজরতুল্লাহ জাজাইকে। গতকালই জিম্বাবুয়ের বিরুদ্ধে এ দুজন ৫ ওভারে ৫০ রান নিয়েছিলেন। আজ দুজনই ফিরে গেছেন নামের প্রতি অবিচার করে।

ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারেই আরেকটি আফগান সেনা শিকার করেন ফেনীর ছেলে সাইফউদ্দীন। ১১ রানে ক্রিজে থাকা নাজিব তারাকাকে ফিরিয়েছেন সাব্বিরকে ক্যাচ বানিয়ে। সাইফউদ্দীন যখন জোড়া শিকার করেছেন তখন সাকিব কেনো বসে থাকবেন। নজিবুল্লাহ জাদরানকে ফিরিয়ে নিজের শিকারের সংখ্যা বাড়িয়েছেন সাকিব।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দীন, মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।

আফগানিস্তান একাদশ : হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, নাজিব তারাকাই, আসগর আফগান, মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জারদান, গুলবেদিন নাইব, রাশিদ খান, কারিম জানাত, ফারিদ আহমেদ ও মুজিব উর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়