শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩৭ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে জেলা ছাত্রলীগের পাল্টা কমিটি ঘোষণা

তাপস কুমার : নাটোরের বাগাতিপাড়ায় গত শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে গঠন করা কমিটি অবৈধ বলে প্রত্যাখান করে গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নাটোর জেলা ছাত্রলীগ উপজেলা ছাত্রলীগের পাল্টা কমিটি ঘোষণা করেছে।

নাটোর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম গতকাল রোববার দুপুরে নাটোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এর পছন্দকৃত বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি প্রত্যাখান করে আগামী এক বছরের জন্য উপজেলা ছাত্রলীগের পাল্টা কমিটি ঘোষণা করেছে। এই কমিটিতে নাজমুল হাসান নাহিদকে সভাপতি, ফজলে রাব্বিকে সহ-সভাপতি, শিহাব মাহাম্মুদ সজলকে সাধারণ সম্পাদক ও লালন বাদশা সোহাগকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। জেলা ছাত্রলীগ অভিযোগ করেছে স্থানীয় এমপির ব্যক্তিগত উদ্যোগে জেলা ছাত্রলীগ ও উপজেলা আওয়ামী লীগকে পাশ কাটিয়ে অছাত্র, মাদকসেবী ও অসামাজিক কাজে লিপ্ত ছেলেদের দিয়ে উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এর আগে শনিবার দুপুরে উপজেলা চত্ত¡রে উপজেলা ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এই সম্মেলনে আতিক হাসান বিদ্যুৎ কে সভাপতি ও শহিদুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ঠ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়। যা সম্পূর্ণভাবে অবৈধ গঠনতন্ত্র বিরোধী ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিবুল হাসান জেমস, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হক সজিব ও ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়