শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাম না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছেন বিভিন্ন জেলার চাষিরা

বেলাল হোসেন : পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন পাট চাষিরা। বাজার মুল্যর চেয়ে উৎপাদন খরচ বেশি, জাগ দেয়ার ব্যবস্থা না থাকা এবং স্বল্প সময়ে জমিতে বেশি ফসল ফলানোর প্রবণতার কারণে পাট চাষে আগ্রহ হারাচ্ছে তারা। এদিকে যশোর, নাটোর, মাদারীপুরে পাটের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকরা। তবে এবছর ভালো দাম পাওয়ায় খুশি দিনাজপুরের পাট চাষিরা। ডিবিসি নিউজ ১৫.০০

দিনাজপুরে এবার ৩৮'শ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা গতবারের চেয়ে কম। তবে এবার ভালো দাম পাওয়া যাচ্ছে। প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ১৮ থেকে ১৯শ টাকায়।

জেলা কৃষি বিভাগ বলছে, পাট চাষে কৃষককে আগ্রহী করে তুলতে আগামী বছর পাট চাষিদের প্রণোদনাসহ ভাল বীজ সরবরাহের পরিকল্পনা নেয়া হয়েছে।

অনুকূল আবহাওয়া ও কৃষকদের উদ্বুদ্ধকরণের মধ্য দিয়ে এবার মাদারীপুরে পাটের ব্যাপক ফলন হয়েছে।লক্ষ্যমাত্রার চেয়ে তিন হাজার হেক্টরের বেশি জমিতে পাট চাষ করা হয়েছে। প্রতিমণ পাট বিক্রি হচ্ছে ১৭শ থেকে ২ হাজার টাকায়।

এদিকে, যশোরে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পাট জাগ দিতে পারছেন না চাষিরা। কিছু এলাকায় নদী থাকলেও সেখানে নিয়ে গিয়ে পাট জাগ দেওয়ায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। চাষিরা বলছেন, পাটের দাম প্রতিমণ ২ হাজার টাকা হলে ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন তারা।
উত্তরের জেলা নাটোরে পাটের ব্যাপক ফলন হলেও উৎপাদন খরচ অনুসারে দাম পাচ্ছেন না চাষিরা। সরকারি ক্রয় কেন্দ্রগুলো গত তিন অর্থবছরের টাকা এখনো পরিশোধ না করায় এবার ক্রয় কেন্দ্রের প্রতিনিধিরাও হাটে এসে পাট কিনতে পারছেন না।

কৃষি বিভাগের হিসাবে, নাটোরে এবার ১৮ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়