শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১০:১৯ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণদের এবার এমসিকিউ দিতে হবে না, বাংলাদেশ বার কাউন্সিল

জান্নাতুল পান্না : আইনজীবী হিসাবে তালিকাভুক্তি করার জন্য ২০১৭ সালের লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণদের এবার আর এমসিকিউ (নৈর্ব্যক্তিক প্রশ্ন) পরীক্ষা দিতে হবে না বলে সিদ্ধান্ত দিয়েছে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল। রোববার (১৫ সেপ্টেম্বর) বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সচিব (জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিলের গত ১২ সেপ্টেম্বরের এক সভায় এ সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী যেসব পরীক্ষার্থী ২০১৭ সালে এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং পরবর্তীতে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন তাদের আসন্ন এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। তারা শুধুমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় প্রায় ৩৪ হাজার ২শ জন অংশ নিয়েছিলো। পরদিন ২২ জুলাই দেওয়া ফলাফলে এমসিকিউ পরীক্ষায় মোট ১১ হাজার ৮শ ৪৬ জন উত্তীর্ণ হয়েছিলো। পরে ১৪ অক্টোবর তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২০১৮ সালের ৪ জুন দেওয়া ফলাফলে লিখিত পরীক্ষায় আট সহস্রাধিক পরীক্ষার্থী উত্তীর্ণ হন। একই বছরের ২৩ ডিসেম্বর মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়