শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:২৯ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান, ওষুধ ও সরঞ্জাম জব্দ

হ্যাপি আক্তার : বগুড়ার সুলতানগঞ্জে মানুষ ও গবাদি পশুর নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমাণ নকল ওষুধ-সরঞ্জাম জব্দ এবং কারা-অর্থদণ্ড দেয়া হয়েছে। ডিবিসি নিউজ ৭:০০

শনিবার রাতে সুলতানগঞ্জ পাড়ায় তাইজুল হোসেনের বাড়িতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সহায়তায় এই অভিযান চালানো হয়।

র‌্যাব-১২ এর বগুড়া স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান জানান, আগাম তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তাইজুল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। তাইজুল শহরের কালিতলা হাট এলাকায় দোকান ভাড়া করে মানুষ ও গবাদি পশুর নানাবিধ রোগের নকল ওষুধ পাইকারী বিক্রি করতেন। ওষুধগুলো তৈরি করতেন তার বাড়ির ভেতর কয়েকটি কক্ষে।

পারিবারিক একটি মামলায় তাইজুল কারাগারে থাকলেও তার স্ত্রী কল্পনা বেগম ওষুধ তৈরি করছিলেন। এসময় কল্পনা বেগমকে ৬ মাসের কারাদণ্ড ও ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান জানান, ওষুধ আইন-১৯৪৪ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সালের কয়েকটি ধারা ভঙ্গ করে অনুনমোদিত ওষুধ উৎপাদন করায় কল্পনা বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অর্থ অনাদায়ে আরো ৪ মাস বিনাশ্রমে কারাভোগ করতে হবে তাকে। সম্পাদনা : মহসীন কবির

  • সর্বশেষ
  • জনপ্রিয়