শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪০ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

মাজহারুল ইসলাম : লালমনিরহাটের আদিতমারী উপজেলার কৃষকরা এখন আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত। বাজারের চাহিদা কারণেই তারা আগাম চাষে ঝুঁকে পড়েছেন। ইতিমধ্যেই কৃষকরা লাউশাক, লাউ, লালশাক, বেগুন, শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, শালগম, টমেটো ও শশাসহ বিভিন্ন সবজির চাষাবাদ শুরু করেছেন। ওখানকার কৃষকরা জানান, আগামী কয়েকদিনের মধ্যেই ক্ষেত থেকে তুলে তা বাজারজাত করা যাবে বলে আশা করছেন এখানকার কৃষকরা। কৃষক ও স্থানীয় কৃষি বিভাগের প্রত্যাশা, বাম্পার ফলন ও বেশি লাভ হবে এবার। বাসস

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ৯৬৫ হেক্টর জমিতে চলতি বছর শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে একহাজার ৬৮ হেক্টর জমিতে তা চাষ হচ্ছে। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে কমলাবাড়ী, ভেলাবাড়ী ও সারপুকুর ইউনিয়নে সবজি উৎপাদন বেশী হয়ে থাকে। এর মধ্যে কমলাবাড়ী ইউনিয়নে সবচেয়ে বেশি সবজির চাষাবাদ করা হয়। সারপুকুর ইউনিয়নের বিভারটারী এলাকার চাষি আব্দুল করিম জানান, ২৭ শতক জমি লিজ নিয়েছেন বছরে ১৫ হাজার টাকায়। সেই জমির প্রায় ১৫ শতাংশে লাউ শাক চাষ করেছেন। এতে খরচ হয়েছে ৫ হাজার টাকা। এখন লাউ শাক বিক্রি করে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী দেওয়ানীপাড়া এলাকার কৃষক রুহুল আমীন জানান, শীতের শুরুতে শীতকালীন সবজি বাজারে তুলতে পারলে দাম ভালো পাওয়া যায়। পাশাপাশি বাজারে চাহিদা থাকার কারণে এ বছর শীতকালীন সবজি হিসেবে ২৭ শতক জমিতে শিমের এবং বাকি ২৭ শতক জমিতে বেগুনের চাষ করেছেন। ইতিমধ্যে শিম ও বেগুন গাছে ফুল ধরেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামি দু’এক সপ্তাহের মধ্যে এসব সবজি বাজারে বিক্রি করা যাবে।

অপর এক কৃষক জহুর উদ্দিন জানান, বেগুন আর শিম চাষে তাদের প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে ও বাজারে সবজির চাহিদা থাকলে তিনি সেখান থেকে প্রায় লক্ষাধিক টাকা লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন। আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলিনুর রহমান বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে শীতকালীন সবজির বাম্পার ফলন হবে। পাশাপাশি, শীতের শুরুতে শীতকালীন সবজি বাজারে এলে কৃষকরা ভালো দাম ভালো পাবেন।

এমআই/এসবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়