শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:২৮ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়ের সঙ্গে শোভনের বৈঠক, আশ্বাস দিলেন পাশে থাকার

খালিদ আহমেদ : কমিটি ভেঙে দেয়ার গুঞ্জনের পর অনেকটাই একঘরে হয়ে পড়েছিলেন শোভন-রাব্বানী। তবে, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের সহযোগিতার করা কথা জানিয়েছেন সদ্য পদত্যাগ করা সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। শনিবার রাতেই তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়কে শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলে দু’জনের একান্ত আলাপ হয়েছে। তারা সংগঠনের বতর্মান সংকট ও সামনের কর্মসূচি নিয়ে কথা বলেছেন। যমুনা নিউজ

রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, দেশরত্ন শেখ হাসিনা আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আমরা চেষ্টা করেছিলাম সেটি সঠিকভাবে পালন করতে। আমাদের ভুল-ত্রুটি থাকতে পারে, আবার আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্রও ছিলো। আমার জায়গা থেকে আমি নতুন দায়িত্বপ্রাপ্তদের আন্তরিকভাবে সহযোগিতা করবো।

আর ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, আমি আসলে কী প্রতিক্রিয়া দিবো বুঝতে পারছি না। তবে, নেত্রী আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন সেটি নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবো। আশা করছি সংগঠনকে সঠিকভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা পাবো।

আল নাহিয়ান খান জয় সদ্য পদত্যাগী সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সহপাঠী। দু’জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

একাধিক সূত্র জানিয়েছে, ছাত্রলীগের কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া জ্যেষ্ঠ সহসভাপতি জয়ের মতামতকে গুরুত্ব দেয়া হতো। ফলে নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে তার বিশেষ আসুবিধা হওয়ার কথা নয়। তাছাড়া, শোভন ও জয়ের মধ্যে ভালো বোঝাপোড়া তাদের অনুসারীদের মধ্যে সংঘাতের তেমন কোনো শঙ্কা নেই।

তবে, একাধিক সাবেক ছাত্রলীগ নেতা মনে করেন, কমিটি বহাল রেখে শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেয়ার ঘটনা নজিরবিহীন। এর ফলে ছাত্রলীগ যে ইমেজ সংকটে পড়েছে সেটি পুনরুদ্ধার করা এতো সহজ হবে না। এজন্য নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বকে সংগঠন গোছানোর দিকে বাড়তি নজর দিতে হবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়