শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:১৪ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাবির ছাত্রী হোস্টেলে মধ্যরাতে বহিরাগত যুবক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিউজ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্রীদের আবাসিক হোস্টেল আমির কমপ্লেক্সের ছাদে হঠাৎ মধ্যরাতে বহিরাগত এক যুবককে দেখা যায়। বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনায় ছাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে তাকে ধরে পুলিশে দেওয়া হয়।  এ ঘটনায় বৃহস্পতিবার নিজেদের নিরাপত্তা চেয়ে মানববন্ধন করেছেন ছাত্রীরা। সমকাল

হোস্টেলের আবাসিক ছাত্রীরা জানান, বুধবার রাত দেড়টার দিকে আমির কমপ্লেক্সের ছাদে রান্নাঘরে ঢুকে এক যুবক শব্দ করছিল। কয়েকজন ছাত্রী শব্দ শুনে সেদিকে গিয়ে ওই যুবককে দেখে চিৎকার দিয়ে ওঠেন। তাদের চিৎকার শুনে নিচ থেকে নিরাপত্তাকর্মী ছাদে গিয়ে যুবকটিকে টেনে নিচে নিয়ে আসে। পরে প্রক্টরিয়াল বডির মাধ্যমে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাবি প্রক্টর অধ্যাপক জহীর উদ্দীন আহমদ বলেন, গার্ডের চোখ ফাঁকি দিয়ে যুবকটি ছাদে ওঠে। তাকে পুলিশে দেওয়া হয়েছে। তবে জালালাবাদ থানা পুলিশ জানিয়েছে, ছেলেটি মানসিক প্রতিবন্ধী।

এদিকে, ছাত্রী হোস্টেলে মধ্যরাতে যুবক প্রবেশ করায় নিরাপত্তা নিয়ে নানা দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করেছেন আবাসিক ছাত্রীরা। এ সময় তারা বলেন. ক্যাম্পাসের বাইরে চারটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে ছাত্রীদের জন্য আবাসিকের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ক্যাম্পাসের ভেতরের হলগুলোর ভাড়া আর এখানকার ভাড়া আকাশ-পাতাল তফাৎ। এখানে খাবারের ব্যবস্থা নেই, বিশুদ্ধ পানি নেই। ওয়াইফাই ব্যবহার করতে হয় নিজ খরচে। বুধবারের রাতের ঘটনায় আমরা এখন থেকে নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি।

 

এএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়