শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৪৮ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জের খর স্রোতা খোয়াই নদী পরিণত হয়েছে নালায়

শেখ নাঈমা জাবীন : বছরের পর বছর দখলে থাকায় নালায় পরিণত হয়েছে হবিগঞ্জের খরো স্রোতা খোয়াই নদী। নদীর আশপাশ দখল করে গড়ে উঠেছে সরকারি বেসরকারিসহ বিভিন্ন স্থাপনা। স্থানীয়রা বলছেন, এভাবে চলতে থাকলে কিছুদিন পর হবিগঞ্জ শহর থেকে এই নদীর অস্তিত্ব হারিয়ে যাবে। একাত্তর টিভি, ১৬:০০

হবিগঞ্জ শহরের ওপর দিয়ে বয়ে গেছে ৫ কিলোমিটার দৈর্ঘ্য ও ২০০ কিলোমিটার প্রস্থের পুরাতন খোয়াই নদী। কিন্তু নদীটির বর্তমান অবস্থা দেখে বোঝার উপায় নেই এক সময় এটি ছিলো খর স্রোতা। স্থানীয়রা বলছেন, বছরের পর বছর ধরে নদীর দুই পাড় দখল করে গড়ে উঠেছে অবৈধ সব স্থাপনা। শুধু বেসরকারি ভাবেই না, সরকারি ভাবেও নদীটি দখল হয়েছে।

এলাকার বাসিন্দা বলেন, ‘কিছু লোক হবিগঞ্জের ঐতিহ্যবাহী খোয়াই নদীর দু পাশে দোতলা তিনতলা বিল্ডিং করে দখল করে রাখায় এখন পানি যাওয়ার কোনো জায়গাই নেই।’

পরিবেশকর্মীরা বলছেন, ‘দীর্ঘদিন ধরেই নদীটি পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছেন তারা। পুরাতন খোয়াই নদী যদি দখলমুক্ত হয় তাহলে এই অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে এবং পরিবেশ প্রতিবেশ রক্ষা পাবে।’

এলাকার মুক্তিযোদ্ধারা জানালেন, সরকারি ভাবেই তাদের স্থাপনা তৈরির জায়গা করে দেয়া হয়েছে। তারা বলেন, ‘প্রশাসনের সাহায্য সহযোগিতায় আমরা এখানে বৈধভাবে দখলে আছি এবং আমাদের ভূমি শ্রেণী প্রবর্তন করে দীর্ঘমেয়াদের বন্দোবস্ত করে পুনর্বাসনের আবেদন করছি।’

তবে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ খুব শিগগিরি নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘সরকারি কোনো স্থাপনা যদি ইতোমধ্যে নির্মিত হয়ে থাকে আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আমরা অনুরোধ করবো সেই স্থাপনাগুলো সরিয়ে নিতে।’

জেলা প্রশাসক আরো জানান, নদীটি দখলমুক্ত করে ৫টি সেতু নির্মাণ করা সহ মানুষের বিনোদনের জন্য দৃষ্টিনন্দন পার্ক গড়ে তোলা হবে। সম্পাদনা : অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়