শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩২ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার শিল্পকলা একাডেমিতে শাহ আবদুল করিমের জীবন ও দর্শনভিত্তিক নাটক ‘মহাজনের নাও’

রেন্টিনা চাকমা : বাউল সম্রাট শাহ আবদুল করিমকে স্মরণ করে নাট্যদল সুবচন নাট্য সংসদ মঞ্চায়ন করবে ‘মহাজনের নাও’। শুক্রবার ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে নাটকটি মঞ্চস্থ হবে। এবার নাটকটির ১২৫তম প্রদর্শনী হবে বলে জানিয়েছে নাট্য সংগঠনটি। শাহ আবদুল করিমকে নিয়ে আলোচিত এ নাট্যাখ্যানটি রচনা করেছেন শাকুর মজিদ। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।
সুবচনের দলপ্রধান আহমেদ গিয়াস জানান, এই নাটকে বাউল সম্রাট শাহ আবদুল করিমের জীবন, সংগীত ও দর্শন তুলে ধরা হয়েছে। প্রদর্শনী শেষে শাহ আবদুল করিমের জীবন, দর্শন এবং ‘মহাজনের নাও’ নিয়ে থাকবে আলোচনা পর্ব।

নাটকটিতে অভিনয় করছেন- আহমেদ গিয়াস, আসাদুল ইসলাম, আমিরুল ইসলাম বাবুল, আনসার আলী, সোনিয়া হাসান সুবর্ণা, ইমরান হোসেন, ইমতিয়াজ, সোহেল, রাসেল, তানভীর প্রমুখ।

গান আর কথামালার মিশ্রনে এরই মধ্যে আলোচিত নাটকটির ১২৪টি প্রদর্শনী সম্পন্ন হয়েছে। যার মধ্যে বহু নাটকই প্রদর্শিত হয় দেশের বাইরে।
বাউল সম্রাট শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার ধলআশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পাঁচ শতাধিক গান লিখেছেন। বাংলা একাডেমির উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনুদিত হয়েছে। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর এই বাউল সম্রাট মৃত্যুবরণ করেন।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়