শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৪৬ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়নগঞ্জ স্কুল এন্ড কলেজের ছাদে কৃষির বহুমূখী অনুশীলন চলছে

শেখ নাঈমা জাবীন : শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের বিশাল প্রশস্ত ছাদে কৃষির বহুমূখী অনুশীলন চলছে। সেখানকার বিজ্ঞানের শিক্ষক শ্রীকান্ত চন্দ্র নন্দী ছাদকৃষি গড়ে সেখানকার শিক্ষার্থীদের মাঝে উদ্ভিদ ও ফল-ফসলের জ্ঞান ছড়িয়ে দিচ্ছে। চ্যানেল আই

একবার এই প্রাঙ্গণে এসেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই স্মৃতি এই বিদ্যা নিকেতনের জন্য আজো এক অনণ্য গৌরব। বিশ্ব কবির স্মৃতি আর চেতনা থেকেই এখানে যেমন চলছে শুদ্ধতার চর্চা একইভাবে চলছে কৃষি ও প্রকৃতির নিবিড় অনুশীলন।

২০০৮ সালে স্কুলের পুরানো ভবনে কিছু কিছু গাছ লাগানোর মাধ্যমে কৃষির অগ্রযাত্রা শুরু। সাড়ে ৯ হাজার বর্গফুটের ছাদ কৃষিতে বিজ্ঞান শিক্ষক শ্রীকান্ত নন্দীর নিজস্ব আগ্রহে দিনে দিনে যুক্ত হয়েছে রকমারী উদ্ভিদ আর ফল-ফসল।

প্রায় ৮০ রকম প্রজাতি উদ্ভিদ আাছে এখানে। আর টব আছে প্রায় ৯শ। দিনে দিনে এখানকার শিক্ষার্থীদের মনেও রোপিত হয়ে গেছে কৃষির প্রতি মমতার বীজ। সেই সঙ্গে জানা বোঝা হয়ে গেছে অনেক কিছু।

প্রধান শিক্ষকের প্রত্যক্ষ তাগিদ যুক্ত হয়েছে কল্যাণকর এ কাজটিতে। তিনি জোর দিয়েছেন ছাদকৃষির পরিচ্ছন্নতার দিকে। তিনি বলেন, নিয়মিত মালি কাজ করে যাচ্ছে, সেজন্য ছাদে পানি জমে থাকে না। ছাদকে সবসময় শুস্ক রাখা হয়।

বাঁচাও পৃথিবি বাঁচাও নগরের পরিবেশ এমন চিন্তায় ব্রত হয়ে অনুশীলন চলছে নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের এই ছাদের আয়োজন। তৈরি হয়েছে ৩টি ভবন জুড়ে দেখার মতো ছাদ কৃষির সবুজের মনোরোম সুন্দর আয়োজন। এটি শুধু একটি ছাদ কৃষিই নয়, এই অনুশীলন কোমোলমতি শিশুদের মনে বপন করছে নতুন বীজ যা থেকে তারা অনুরক্ত হচ্ছে পরিবেশের প্রতি, কৃষির প্রতি। সম্পাদনা :খালিদ আহমেদ

 

 

এএস/...

  • সর্বশেষ
  • জনপ্রিয়