শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৪৬ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়নগঞ্জ স্কুল এন্ড কলেজের ছাদে কৃষির বহুমূখী অনুশীলন চলছে

শেখ নাঈমা জাবীন : শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের বিশাল প্রশস্ত ছাদে কৃষির বহুমূখী অনুশীলন চলছে। সেখানকার বিজ্ঞানের শিক্ষক শ্রীকান্ত চন্দ্র নন্দী ছাদকৃষি গড়ে সেখানকার শিক্ষার্থীদের মাঝে উদ্ভিদ ও ফল-ফসলের জ্ঞান ছড়িয়ে দিচ্ছে। চ্যানেল আই

একবার এই প্রাঙ্গণে এসেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই স্মৃতি এই বিদ্যা নিকেতনের জন্য আজো এক অনণ্য গৌরব। বিশ্ব কবির স্মৃতি আর চেতনা থেকেই এখানে যেমন চলছে শুদ্ধতার চর্চা একইভাবে চলছে কৃষি ও প্রকৃতির নিবিড় অনুশীলন।

২০০৮ সালে স্কুলের পুরানো ভবনে কিছু কিছু গাছ লাগানোর মাধ্যমে কৃষির অগ্রযাত্রা শুরু। সাড়ে ৯ হাজার বর্গফুটের ছাদ কৃষিতে বিজ্ঞান শিক্ষক শ্রীকান্ত নন্দীর নিজস্ব আগ্রহে দিনে দিনে যুক্ত হয়েছে রকমারী উদ্ভিদ আর ফল-ফসল।

প্রায় ৮০ রকম প্রজাতি উদ্ভিদ আাছে এখানে। আর টব আছে প্রায় ৯শ। দিনে দিনে এখানকার শিক্ষার্থীদের মনেও রোপিত হয়ে গেছে কৃষির প্রতি মমতার বীজ। সেই সঙ্গে জানা বোঝা হয়ে গেছে অনেক কিছু।

প্রধান শিক্ষকের প্রত্যক্ষ তাগিদ যুক্ত হয়েছে কল্যাণকর এ কাজটিতে। তিনি জোর দিয়েছেন ছাদকৃষির পরিচ্ছন্নতার দিকে। তিনি বলেন, নিয়মিত মালি কাজ করে যাচ্ছে, সেজন্য ছাদে পানি জমে থাকে না। ছাদকে সবসময় শুস্ক রাখা হয়।

বাঁচাও পৃথিবি বাঁচাও নগরের পরিবেশ এমন চিন্তায় ব্রত হয়ে অনুশীলন চলছে নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের এই ছাদের আয়োজন। তৈরি হয়েছে ৩টি ভবন জুড়ে দেখার মতো ছাদ কৃষির সবুজের মনোরোম সুন্দর আয়োজন। এটি শুধু একটি ছাদ কৃষিই নয়, এই অনুশীলন কোমোলমতি শিশুদের মনে বপন করছে নতুন বীজ যা থেকে তারা অনুরক্ত হচ্ছে পরিবেশের প্রতি, কৃষির প্রতি। সম্পাদনা :খালিদ আহমেদ

 

 

এএস/...

  • সর্বশেষ
  • জনপ্রিয়