শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৪৩ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইন ‘ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট’ চালু করলো শেরপুর জেলা পুলিশ

তপু সরকার হারুন : শেরপুরে অনলাইন টেন্ডারের জন্য ‘ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট’ বা ই-জিপি চালু করলো শেরপুর জেলা পুলিশ। মঙ্গলবার দুপুরে শেরপুর পুলিশ লাইন্স মাঠে স্থানীয় জনপ্রতিনিধি, গুণীজন ও সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ই-জিপি কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, ৪ পৌরসভার মেয়র, ৫২ ইউপি চেয়ারম্যান ও ৫ থানার ওসি সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, পুলিশ হেডকোয়ার্টার এবং ডিএমপি ছাড়া জেলা পুলিশের মধ্যে শেরপুর জেলাই প্রথম যেখানে অনলাইন টেন্ডার প্রক্রিয়া চালু করতে ই-জিপি কার্যক্রম শুরু করা হলো।

তিনি বলেন, অনলাইন ‘ওপেন টেন্ডার মেথড’ এবং এলটিএম বা ‘লিস্টেড টেন্ডার মেথড’ প্রক্রিয়া চালু রয়েছে। আমরা শেরপুর জেলা পুলিশে ওটিএম বা ‘ওপেন টেন্ডার মেথড’ প্রক্রিয়া চালু করেছি। যাতে দেশের যেকোনো প্রান্তের যোগ্যতাসম্পন্ন ঠিাকাদারি প্রতিষ্ঠান টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এতে আরো অধিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়