শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২৩ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলবাড়ীতে অবৈধ পলেথিন উৎপাদনের কারখানা থেকে বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ

রজব আলী : দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালত ও দিনাজপুর র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে দুইটি অবৈধ্য পলেথিন তৈরীর কারখানা উদ্ধার করে বিপুল পরিমান পলেথি ও পলেথিন তৈরীর কাঁচামাল জব্দ করেছেন।

বুধবার দুপুর দুইটায় পৌর শহরের সুজাপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে করতোয়া কুরিয়ার সার্ভিস এর ফুলবাড়ী শাখার এ্যাজেন্ট আনিছুর রহমানের বাড়ীতে ও ঢাকামোড় দুলাল মার্কেটে অভিযান চালিয়ে এই দুটি অবৈধ্য পলেথির তৈরীরর কারখানা উদ্ধার করে। এই সময় ওই কারখানায় থাকা পলেথিন ও পলেথিন তৈরীর কাঁচামাল (পিপিদানা) জব্দ করে।

র‌্যাব-১৩ দিনাজপুর কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেনে বলেন, দির্ঘদিন থেকে পরিবেশের ক্ষতি কারক ও সরকারী ভাবে উৎপাদন নিষিদ্ধ পলেথির গোপনে উৎপাদন করে দেশের বিভিন্ন এলাকায় বাজার জাত করে আসছে, গোপন সংবাদের উপর ভিত্তি করে তার নেতৃত্বে র‌্যাব-১৩ এর অভিযানী দল ও ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি কানিজ আফরোজ-এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত যৌথ অভিযান চালিয়ে এই বিপুল পরিমান উৎপাদিত পলেথিন ও পলেথিন উৎপাদনের কাঁচামাল জব্দ করে পলেথির উৎপাদনের ফেক্টরিটি দুটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়। এবং ফেক্টরীর মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়