শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:৫৬ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটার হলে মাশরাফির মতো হবি, ইয়াসিনকে বলেছেন তার মা

শিউলী আক্তার : আগামী শুক্রবার থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজের জন্য বাংলাদেশ দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার ইয়াসিন আরাফাত মিশু। সবকিছু ঠিকঠাক থাকলে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে তরুণ পেসার ইয়াসিন আরাফাত মিশুর। নোয়াখালীর প্রথম ক্রিকেটার হিসেবে জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন এ পেসার।

জাতীয় দলে ডাক পাওয়ার পর দারুণ উচ্ছ্বসিত ইয়াসিন আরাফাত মিশু। ডাক পাওয়ার পর পরই নিজের ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। সেখানে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।’

গত প্রিমিয়ার লিগে তাক লাগিয়ে দিয়েছিলেন ইয়াসিন আরাফাত। এক ম্যাচে আট উইকেট শিকার করে রেকর্ড গড়েছিলেন তিনি। তারপরেই বিসিবির নজরে আসে ইয়াসিন আরাফাত। ক্রিকেটে এতদূর আসতে পারতেন না যদি না তার মায়ের সমর্থন থাকতো। তার মা জানিয়েছিলো, ‘যদি ক্রিকেটার হতেই হয়, মাশরাফির মতো হবি।’

মায়ের এই অনুপ্রেরণাতেই এতদূর আসতে পেরেছেন তরুণ এ পেসার। এখন অপেক্ষাটা শুধু জাতীয় দলের অভিষেক হওয়ার।
১৩ সদস্যের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফ উদ্দীন, মুস্তাফিজুর রহমান ও ইয়াসিন আরাফাত মিশু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়