শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:০৫ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর উলঙ্গ ছবি তুলে চাঁদা আদায় চেষ্টার অভিযোগে ইউপি মেম্বার গ্রেপ্তার

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও : এ ঘটনায় সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য অশ্বিনী কুমার বর্মণকে গত সোমবার রাতে (৩২) আটক করেছে পুলিশ। তিনি ওই গ্রামের বিজয় কুমার বর্মণের ছেলে।

অভিযোগ সূত্র জানায়, ২০ দিন আগে জীবন চন্দ্র বর্মণ (২৬) নামের এক ব্যক্তি ওই গৃহবধূকে ভুল বুঝিয়ে শহরে তার এক বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি ঘরে তাকে আটকে রেখে জীবন ও অশ্বিনী মিলে তার গলায় ছুরি ধরে কাপড় খুলে নগ্ন করে কিছু ছবি ধারণ করে এবং গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এক পর্যায়ে জীবন ও অশ্বিনী গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করলে গৃহবধূর চিৎকারে তারা ব্যর্থ হয়।

পরে জীবন ও অশ্বিনী মোটরসাইকেলযোগে গৃহবধূকে তার স্বামীর বাড়ির পাশে নামিয়ে দিয়ে বলেন, তোমার স্বামীর কাছ থেকে আমাদের এক লাখ টাকা না দিলে তোমার এই ছবি আমরা ইন্টারনেটে ছেড়ে দেবো। লোকলজ্জার ভয়ে ওই গৃহবধূ তার স্বামীকেও এ ঘটনা জানা যায়নি।

গত ২৫ আগস্ট বিকেলে গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে তার বাসায় প্রবেশ করে অশ্বিনী কুমার ফের তার কাছে অশ্লীল ছবির বিনিময়ে এক লাখ টাকা দাবি করেন। এ সময় সেই গৃহবধূ ভবিষ্যতের কথা চিন্তা করে তাৎক্ষণিক তাকে তার স্বামীর গচ্ছিত ২০ হাজার টাকা দেয়। এ সময় দৈহিক সম্পর্ক না করতে হবে ও বাকি টাকার জন্য একই হুমকি দিয়ে যায় ওই ইউপি সদস্য।

 

বিচলিত হয়ে ওই গৃহবধূ সব ঘটনা তার স্বামীকে জানান। পরে তার স্বামী বিষয়টি এলাকার চেয়ারম্যান-মেম্বারদের জানালে একটি সালিশ বৈঠক হয়। সেখানে অভিযুক্তরা তাদের অপকর্মের কথা স্বীকার করে আবারও হুমকি দিয়ে বলে আমরা এটা ইন্টারনেটে ছেড়ে দেব, তোমাদের কিছু করার থাকলে করো।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি আশিকুর রহমান জানান, গৃহবধূর লিখিত অভিযোগের প্রেক্ষিতে আটক ব্যক্তি দোষী হলে আদালত ব্যবস্থা নেবেন।  সম্পাদনা: সুতীর্থ

  • সর্বশেষ
  • জনপ্রিয়