শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:২৩ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শত উইকেটের রেকর্ড নয়, বিদায় যেন ভালো মানুষ হিসেবেই হয়’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট ২০১৫ সালে ঘুরে দাঁড়িয়েছিলো মোস্তাফিজের ডানায় ভর করে। এরপর বাংলাদেশ ক্রিকেট যেমন কঠিন বাস্তবতা দেখেছে, একই বাস্তবতার স্বাক্ষী হয়েছেন মোস্তাফিজও। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪ বছর কেটে গেছে কাটার মাস্টার মোস্তাফিজের। তিনি বলেন, অবসরের সময় শত শত উইকেট পাওয়ার রেকর্ড তার লক্ষ্য নয়। যেদিন ক্রিকেটঅঙ্গন থেকে বিদায় নিবেন একজন ভালো মানুষ হিসেবেই যেন বিদায়টা হয়।

কেমন চেঞ্জ এসেছে জীবনে? জানতে চাইলে মোস্তাফিজ বলেন, কিছু ক্ষেত্রে চেঞ্জ এসেছে। কোনো জায়গায় চাইলেই যাওয়া যায় না। তবে মানুষ হিসেবে ঠিক আগের মতোই আছি। বাড়িতে গেলে বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা সবকিছুই আগের মতো। তবে দলে অন্তর্ভূক্ত হওয়ার আগে কেউ দেখতে আসতো না। এখন বাড়িতে গেলে স্কুল কলেজেরে শিক্ষার্থীরাসহ দূর দুরান্ত থেকেও লোকজন সাক্ষাৎ করতে আসেন।

কাটার মাস্টার মোস্তাফিজ বিশ্বাস করেন, প্রত্যেক ব্যাপারেই সাকসেস হতে গেলে কষ্ট করতে হবে। কষ্ট করতে থাকলে উপরওয়ালা খালি হাতে ফেরান না। কিছু না কিছু দেবেনই।

বিয়ের কারণে জীবনে পরিবর্তন এসেছে কিনা জানতে চাইলে মুচকি হেসে বলেন, আমি তো কিছু বুঝতে পারছি না। আগের মতোই তো আছি। বিয়ের কারণে আবার কী পরিবর্তন?

বোলারদের সক্ষমতা প্রসঙ্গে কাটার মাস্টার বলেন, প্রথম শ্রেণির ম্যাচে বেশি অংশগ্রহণ এবং পেসাররা দায়িত্ব নিয়ে যদি বেশি বোলিং করেন, তবে টেস্টে আরো বেশি বোলিং করার সক্ষমতা অর্জন হবে।

খাওয়া দাওয়ার মেনুতে ভাতই পছন্দ মোস্তাফিজের। তিনি বলেন, সত্য বলতে ভাত খেতে হয়। আমরা জাতিগতভাবেই ভাত খেতে বেশি পছন্দ করি। তবে, খাওয়া দাওয়ার বিষয়টি যার যার ব্যক্তিগত বিষয়। যার যা পছন্দ তাই খাবে।

মোস্তাফিজ একজন ভালো মানুষ হিসেবে বিদায় নিতে চান ক্রিকেট অঙ্গন থেকে। তিনি বলেন, একজন ভালো মানুষ হিসেবেই অবসর নিতে চাই। সবাই যেন বলে, একজন ভালো মানুষ ক্রিকেট থেকে বিদায় নিলো। সূত্র: যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়