শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:১৯ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খোশোগজিকে ঘাতক বললো, তুমি একটা পশু, তোমাকে জবাই করা হবে

মোহাম্মদ মাসুদ : তুরস্কে সৌদি আরবের বিখ্যাত সাংবাদিক জামাল খাশোগজিকে হত্যার আগে মাথা ঢেকে দিয়ে এভাবে বলছিলেন এক ঘাতক।

সৌদি আরব থেকে ১৪ সদস্যের এক কিলার বাহিনী তুরস্কে গিয়ে ২০১৮ সালের ১৬ নভেম্বর জামাল খাশোগজিকে হত্যা করে। হত্যার পর তার মৃতদেহ গায়েব করে ফেলা হয়। যা আজও উদ্ধার হয়নি। সময় টিভি

খাশোগজিকে হত্যার সময় রেকর্ড হওয়া অডিওর পূণাঙ্গ স্ক্রিপ্ট (লিখিত) প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল।
মঙ্গলবার প্রকাশিত ওই স্ক্রিপ্টে বলা হয়েছে, জামাল খাশোগজির সঙ্গে কথোপথোনের এক পর্যায়ে ঘাতক তাকে বলেন, ছেলের জন্য চিরকুট লিখতে। কিন্তু খাশোগজি এতে অস্বীকার করেন।

মাত্র কয়েক মিনিটের ওই অডিওতে শোনা যায়, এক ঘাতক জামাল খাশোগিকে বলছেন, আমরা আপনাকে সৌদি আরবে নিয়ে যাব। এজন্য ছেলের উদ্দেশ্যে দ্রুত চিরকূট লিখুন। আপনি আমাদের সহযোগিতা করুন, আমরা আপনাকে সহযোগিতা করবো। কিন্তু শেষ পর্যন্ত খাশোগজি রাজি হননি।
ফলে ঘাতকরা সময় নষ্ট না করে, হত্যার কাজ শুরু করে। প্রথমে তারা খাশোগজির মাথা ঢেকে ফেলে। তারপর মাথায় মাদকমিশ্রিত টুপি পরিয়ে চোখ ঢেকে ফেলা হয়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এর ৩০ মিনিটের মধ্যেই তাকে হত্যা এবং লাশ গায়েব করে ফেলা হয়।

তবে তুরস্কের আইনশৃঙ্খলা বাহিনী খাশোগজিকে হত্যার সময়কার অডিও রেকর্ড আরও আগে হাতে পেয়েছে বলে দাবি করেছিল। কিন্তু সেই রেকর্ডে কী আছে তা কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়