শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:২৩ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কূল নাই কিনার নেই লক্ষ্মীপুরের দালালবাজারের খোয়া সাগর দীঘির, ঠাসা পর্যটকে

শেখ নাঈমা জাবীন : ল²ীপুরের দালালবাজারের খোয়া সাগর দীঘি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই সেখানে ঘুরতে আসেন হাজারো ভ্রমন পিপাসু মানুষ। জেলা প্রশাসক বলছেন, সরকারি উদ্যোগে চলছে দীঘির সৌন্দর্য বর্ধনের কাজ। এরই মধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। তার আশা, ভবিষ্যতে এই দীঘি পর্যটনশিল্প বিকাশে ভূমিকা রাখবে। একাত্তর টিভি,

প্রায় ২৫ একর এলাকা জুড়ে ল²ীপুর সদরের এই খোয়া সাগর দীঘি। বিশাল এই দীঘির এক প্রান্তে দাঁড়িয়ে অন্য প্রান্ত চোখে পড়ে না। চারপাশে ঘন গাছের সারির মাঝে দীঘির স্বচ্ছ জল। তাইতো এখানে প্রতিদিন ঘুরতে আসেন হাজারো মানুষ।

সন্ধ্যায় দীঘির পূর্ব-পশ্চিমপাড় সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে ওঠে। পর্যটকরা বলেছেন, দীঘির এই সৌন্দর্য মনে প্রশান্তি এনে দেয়। সরকারি উদ্যোগে পর্যটকদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলেন তারা। খোয়া সাগরকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ল²ীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, এরই মধ্যে দীঘির সৌন্দর্য বাড়াতে পর্যটন মন্ত্রনালয়ে চিঠি দেয়া হয়েছে। গত অর্থবছরে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাওয়া বরাদ্দ থেকে চলছে এর উন্নয়ন কাজ।

তিনি বলেন, আমরা পর্যটকদের আকর্ষনের জন্য দীঘির সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করেছি। আশা করি কাজ শেষ হলে ল²ীপুরের সাধারণ মানুষ তা উপভোগ করবে এবং পর্যটন শিল্প বিকাশে খোয়া সাগর দীঘি একটি অনন্য ভূমিকা পালন করবে।

১৭৫৫ সালে জমিদার ব্রজভল্লব রায় খনন করেন দীঘিটি। এরই মধ্যে খোয়া সাগর দীঘি প্রতœতত্ত¡ বিভাগের গেজেটভূক্ত হয়েছে। সম্পাদনা : কায়কোবাদ মিলন, খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়