শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০২:১৮ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহের দুটি মহাসড়কের বেহাল দশা, মহা দুর্ভোগ

শেখ নাঈমা জাবীন : ছোট বড় গর্ত আর খানা-খন্দে রীতিমতো বেহাল হয়ে পড়েছে ঝিনাইদহ শহরের দুটি মহাসড়ক। আর এসব সড়কে চলতে গিয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রী-চালকেরা। প্রতিদিন বিকল হয়ে পড়ছে বিভিন্ন যানবাহন, ঘটছে ছোটো বড় নানা দুর্ঘটনা। একাত্তর টিভি, ১৬:০০
ঝিনাইদহ-যশোর ও ঝিনাইদহ-কুষ্টিয়া এই সড়কদুটির সংস্কার কাজ হয়েছে ২০১৭-১৮ অর্ধবছরে। অথচ এক বছরের মধ্যেই সড়কগুলোর কোথাও ফাটল ধরেছে, কোথাওবা তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত।

স্থানীয়রা বলছেন, প্রতিদিন দূরপাল্লার এবং ভারী যানবাহন চলাচল করায় সড়কের এ অবস্থা হয়েছে। যে কারণে দুর্ভোগে পড়তে হয়েছে তাদের।
আর চালকরা বলছেন, বেহাল এ সড়কে চলতে গিয়ে যানবাহনের ক্ষতি হচ্ছে। অনেক সময় যানবাহনের বিভিন্ন অংশ নষ্ট হয়ে যানজট তৈরি হয়। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

এ বিষয়ে ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু জানালেন, বেহাল এই সড়কগুলোর দায় একমাত্র সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের।
মেয়র বলেন, তারা যে রেটে কাজ করেছে তাতে ভালো রাস্তা নির্মান করা সম্ভব ছিলো। কিন্তু তারা যেভাবে একেবারে নিম্ন মানের রাস্তা নির্মাণ করেছে সেই ঠিকাদারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিৎ।

সড়কগুলো দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার আশ্বাস দিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলী।
ঝিনাইদহের সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান পাটোয়ারী বলেন, অত্যন্ত জরুরী ভিত্তিতে ভালো মানের এ সড়ক মেরামতের কাজ শুরু হবে।

জেলার গুরুত্বপূর্ন এ সড়কগুলো দিয়ে মংলা নৌবন্দর ও বেনাপোল স্থলবন্দরের বেশিরভাগ মালামাল উত্তরবঙ্গে আনা-নেওয়া করা হয়। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়