শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৩২ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আক্তারুজ্জামান : বহুদিন বাদে দেশের ফুটবলে জ্বলেছে আশার আলো। ঘন কালো অন্ধকারে এক চিলতে জোনাকির আলোও অনেক তীব্র মনে হয়। তাই বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পেয়ে ধুঁকতে থাকা ফুটবলে জোয়ার এসেছে। আজ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। শক্তিশালী আফগানদের বিরুদ্ধে কেমন হতে পারে আজকের লাল-সবুজের একাদশ সেটা দেখে নেয়া যাক।

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আফগানরা ০-৬ গোলে হেরেছিলো কাতারের কাছে। তাই আজ নিজেদের পূর্ণ শক্তিটা দেখাতে চাইবেন তারা। আর নিজেদের প্রথম ম্যাচে ৪-৩-২-১ ফরম্যাটে মাঠে নামতে পারে জেমি ডের শিষ্যরা।

আশরাফুল ইসলাম, সোহেল রানা ও আনিসুর রহমান জিকোর মধ্য থেকে গোলরক্ষক হিসেবে গোলবার সামলানোর দায়িত্বটা থাকবে আশরাফুলের ওপর। কেননা জিকোর অভিজ্ঞতা কম আর সোহেল রানা উপর থেকে আসা বল গ্রিপ করতে গিয়ে ঝামেলায় পড়েন। তাই আবাহনীর আশরাফুলই কোচ জেমি ডের পছন্দের তালিকার শীর্ষে আছেন।

গত বছর জাকার্তায় অনুষ্ঠিত এশিয়াডে যে কৌশলে খেলে কাতারকে হারিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ দল। ওই দলের ৬ জনকেই আজ দেখা যেতে পারে প্রথম একাদশে। চোট থেকে জাতীয় দলে ফিরেই আজ লেফট উইঙ্গার হিসেবে একাদশে ফিরতে যাচ্ছেন সাদউদ্দিন। একাদশে জায়গা পেতে যাওয়া কাতার জয়ের বাকি ৫ খেলোয়াড় আশরাফুল রানা, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া ও বিপলু আহমেদ।

আর ঘরের মাঠে শেষ লাওস ম্যাচ থেকে বাংলাদেশের একাদশে পরিবর্তন হতে পারে তিনটি। মিডফিল্ডারের মামুনুল ইসলাম, মাসুক মিয়া জনি ও রবিউলের জায়গায় একাদশে ঢুকতে যাচ্ছেন সোহেল রানা, সাদউদ্দিন ও মোহাম্মাদ ইব্রাহিম। এদের মধ্যে চোটের জন্য ছিটকে গিয়েছেন মাসুক মিয়া জনি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : আশরাফুল ইসলাম (গোলরক্ষক), রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, বিপলু আহমেদ , মোহাম্মাদ ইব্রাহিম ও নাবীব নেওয়াজ জীবন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়