শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:১৭ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের ৯৮ ভাগ মানুষ নিরাপদ পানি পাচ্ছে, জানালেন পরিকল্পনামন্ত্রী

সাইদ রিপন: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশে যেমন উন্নয়ন হচ্ছে, এর সঙ্গে কিছুটা বৈষম্যও তৈরি হচ্ছে। এ বৈষম্যের মধ্যে উল্লেখযোগ্য হলো পানি ও স্যানিটেশন সমস্যা। এর সমাধানে আমরা কাজ করছি। বর্তমানে দেশের ৯৮ ভাগ মানুষ নিরাপদ পানি পাচ্ছে।

সোমবার রাজধানীর হোটেল লেকশোরে আন্তর্জাতিক সংস্থা ওয়াটার ডট অর্গ আয়োজিত ‘ওয়াটার ক্রেডিট অ্যাডপশন’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, এসডিজি অর্জনে আমাদের নিরাপদ পানি ও স্যানিটেশন সমস্যার সমাধানে সরকার বদ্ধপরিকর। আমাদের দেশ বর্তমানে একটি উন্নয়নের মধ্য দিয়ে অতিক্রম করছে। দেশে বড় বড় প্রকল্প হচ্ছে। তার বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোঁজখবর রাখছেন। প্রকল্পগুলো নারী-শিশু, বয়স্কদের জন্য কী কী উপকারে আসছে, সেটা নিয়ে গবেষণাও করা হচ্ছে।

তিনি বলেন, দেশে দারিদ্র্যের প্রথম চাওয়া নিরাপদ পানি। আমরা এলাকাতে যখন যাই, তখন সেখানে নিম্ন আয়ের মানুষেরা আমাকে বলেন, এমপি সাহেব আমাদের পানির ব্যবস্থা করেন। যেহেতু এসডিজি লক্ষ্য অর্জনে নিরাপদ পানি জরুরি, আমরা এটা করবো। আমরা এই নিরাপদ পানি দেওয়ার ক্ষমতা রাখি। আমাদের অর্থ আছে। আমরা ইতোমধ্যে শহরের বস্তিগুলোকে নজরে এনেছি। সেখানে নিরাপদ পানির ব্যবস্থা হবে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে ওয়াটার ডট অর্গ ৬০ জেলায় ১২ লাখের বেশি মানুষের কাছে পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিত করেছে। সেমিনারের সহযোগী ছিল ওয়াটার এইড ও আইএনএম। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষুদ্র ঋণ বিতরণ সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়