শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:২৭ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশজুড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

সুজন কৈরী : ঢাকায় গাছের চারা রোপণের মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সোমবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ ফলজ ও ভেষজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

নির্মল পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশে বৃক্ষরোপণের পরিকল্পনা করেছে। এরই প্রেক্ষিতে বাহিনীর সকল জেলা ও উপজেলা/থানা/ইউনিয়ন কার্যালয় কর্তৃক সারাদেশে মোট এক লাখ ৩৮ হাজার ৪১০টি বৃক্ষরোপণ করা হচ্ছে। বাহিনীর প্রতিটি ইউনিট নিজস্ব জায়গা/ক্লাব-সমিতির প্রাঙ্গন/সরকারি রাস্তার দুই ধারে ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ করছে। নির্মল পরিবেশ তৈরি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে বাহিনীর পক্ষ থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূরির র‌্যালিও বের করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. কামাল মামুন, উপ-মহাপরিচালক (অপারেশনস্) মাহবুব উল ইসলাম, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. শাহাবুদ্দিনসহ সদর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়