শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০২:১৭ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে বিএমডব্লিউ ও মার্সিডিজ গাড়ি তৈরি করতে চায় জার্মানি, জানালেন অর্থমন্ত্রী

সাইদ রিপন : বাংলাদেশে বিএমডব্লিউ ও মার্সিডিজ গাড়ি তৈরি করার প্রস্তাব দিয়েছে জার্মানি। জার্মানি থাইল্যান্ডে যেভাবে প্রগতিশীল উৎপাদন অ্যাসেম্বল করে সেভাবেই এখানে করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার বিকেলে শেরেবাংলা নগরে জার্মান উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন। জার্মানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজে।
দেশের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা খতিয়ে দেখতে জার্মানির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন।

অর্থমন্ত্রী বলেন, জার্মানি বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জের কিছু পার্টস এখানেই তৈরি করবে এবং কিছু পার্টস বিদেশ থেকে নিয়ে আসবে। পরে এটা এখানে অ্যাসেম্বলি করবে। বিষয়টি নিয়ে তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন এবং সে আলোচনার পরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এটি একটি খুবই ভালো প্রস্তাব, কেননা তারা এখানে গাড়ি তৈরি করলে আমাদের আর ব্যয়বহুল গাড়ী আমদানী করতে হবেনা। তারা প্রতিশ্রুতি দিয়েছে আমাদের জিএসপি সুবিধা যেন বাতিল না হয় এ বিষয়ে তারা সার্বিকভাবে সহায়তা করবেন।

তিনি আরো বলেন, জার্মানের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত সুপ্রাচীন। অনেক আগে থেকেই তারা আমাদের দেশে বিনিয়োগ করে আসছে। এই মুহূর্তে তারা আমাদেরকে প্রস্তাব দিচ্ছেন, তারা বড় আকারে আমাদের পাট শিল্পকে ব্যবহার করতে চান। আমাদের এক সময়ের প্রধান রপ্তানী আয়ের সোনালী আশ পাট শিল্প ব্যবস্থাপনা করা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। মার্সিটিজের ভেতরে পাটের অনেক ব্যবহার রয়েছে। জার্মানির যত গাড়ি আছে, প্রায় সব গাড়ির ভেতরে পাটের অনেক ব্যবহার হয়ে থাকে।

অ্যাসোসিয়েশন অব জার্মান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে সঙ্গে নিয়ে জার্মান এশিয়া-প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশন এ সফরের আয়োজন করেছে। এই দলে বস্ত্র, আসবাবপত্র, জাহাজ থেকে শুরু করে পরিবেশ-প্রযুক্তি, ব্যাংকিং ও পর্যটন খাতের প্রতিনিধিরা রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়