শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:৫৩ সকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালা‌লে কো‌টি টাকা মূ‌ল্যের বি‌দে‌শি সিগা‌রেট-ওষুধ ও মোবাইল আটক

সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকা মূল্যের বিদেশী সিগারেট, মোবাইল ও ওষুধসহ বিভিন্ন পণ্য আটক ক‌রে‌ছে ঢাকা কাস্টম হাউস।  রোববার এসব পণ্য আটক করা হয়।

কাস্টমস হাউ‌সের ডেপু‌টি ক‌মিশনার সাজ্জাদ হো‌সেন জানান, শুল্ক আরোপযোগ্য পণ্য চোরাচালান পাচারের গোপন ত‌থ্যের বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নি‌য়ে নজরদারী করতে থাকে। একপর্যায়ে বিমান বন্দরের লস্ট এন্ড ফাউন্ড কম‌প্লেইন ডে‌স্কের সাম‌নে পরিত্যাক্ত অবস্থায় বেশ কিছু কার্টন পাওয়া যায়। কার্টনগুলো স্ক্যান করে সিগারেট, মেবাইল ফোন ও ঔষধসহ বিভিন্ন পণ্যের উপস্থিতি পাওয়া যায়।

পরে বি‌ভিন্ন সংস্থার উপস্থিতিতে কাস্টমস হল এরিয়ার ছোট বড় মোট ৩০ টি কার্টন খুলে ইনভেন্ট্রি করা হয়। ইনভেন্ট্রিকালে বেনসন এন্ড হেজেজ ও ইজি ব্রান্ডের ৫৭০ কার্টন সিগারেট ও বিভিন্ন ব্রান্ডের ৫১ টি মোবাইল, ৬৬ পিস থ্রিপিস, ৩৫০ পিস টুপিস, ২০ পিস ওয়ান পিস, ৫ টি ল্যাপটপ, ১৮ কেজি মেশিনারী পার্টস, আমদানী নিয়ন্ত্রিত বিপুল পরিমাণ ওষুধ আটক করা হয়।

এছাড়া একইদিন বিকেলে কনভেয়ার বেল্ট নং-৪ থে‌কে ফ্লাইট নম্বর ই‌কে-৫৮৬ এ আনা একটি পরিত্যাক্ত লাগেজ থে‌কে বিপুল পরিমান আমদানী নিয়ন্ত্রিত ওষুধ আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। এ বিষ‌য়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়