শিরোনাম
◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:১৯ সকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটারা অনেক বেশি সৎ এবং নমনীয় স্বভাবের বলছে গবেষণা

মোহাম্মদ মাসুদ : মোটা মানুষকে প্রায়ই কটুক্তির শিকার হতে দেখা যায়। ফলে তাদের মন মানসিকতা হয়ে যায় একেবারেই অন্যরকম। বলতে গেলে একরকম হীনমন্যতায় ভোগে তারা। কিন্তু গবেষকরা তাদের জন্য সুখবর নিয়ে এসেছেন। সময় টিভি

গবেষকরা বলছেন, ছিপছিপে গড়নের মানুষের চাইতে স্থুলকায় বা মোটা মানুষের মনই বেশি সুন্দর। ছিপছিপে শরীরের পেছনে ছুটতে গিয়ে খাওয়াদাওয়া বাদ দিয়ে দেন অনেকেই। কেউ কেউ অসুস্থও হয়ে পড়েন অপুষ্টিতে। কিন্তু তবুও সমাজের চোখে ‘সুন্দর’ হয়ে ওঠার প্রতিযোগিতা চলতে থাকে।

কিন্তু জার্মান গবেষকরা স¤প্রতি একটি গবেষণায় জানিয়েছেন যে, অন্যদের তুলনায় মোটা মানুষেরা অনেক বেশি সৎ এবং নমনীয় স্বভাবের হয়।

২০ জন স্থুলকায় মানুষ এবং ২০ জন ছিপছিপে গড়নের মানুষের ওপর গবেষণাটি চালানো হয়েছে। একটি খেলার আয়োজন করা হয়েছিলো, যেখানে অর্থ প্রদানের প্রস্তাব দেয়া হয়েছিল তাদেরকে। দেখা গেছে, অর্থের ব্যাপারে ছিপছিপে গড়নের মানুষেরা সুষ্ঠু সিদ্ধান্ত নিতে পারেনি। স্থুলকায়রাই অর্থের ব্যাপারে বেশি সৎ ছিলেন।

মেট্রো ইউকেতে প্রকাশিত এই গবেষণার গবেষকরা জানান অর্থ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের এই খেলায় ওজন এবং শরীরের গøুকাজের পরিমাণ, দুটোই পরিমাপ করা হয়েছে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়