শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০৯ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় ইয়াবাসহ গ্রেফতার ৩, পলাতক ৭

বশির উদ্দিন : ডেমরায় র‌্যাব-১০ এর অভিযানে মহিলাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ৯৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার অনুমান মূল্য ৪৯ লক্ষ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলেন, ঢাকার তেজগাঁও ফকিন্নি বাজার এলাকায় বসবাসরত বরিশালের গৌরনদী থানার কমলাপুর গ্রামের মো. আজিজ মজুমদারের ছেলে মো. সবুজ মজুমদার (২৯), তেজগাঁও কারখানা গলি এলাকায় বসবাসরত নোয়াখালীর সোনাইমুড়ি থানার যোগিলপাড়া গ্রামের মো. নুরুন্নবীর ছেলে মো. রিপন (২২) ও গাজীপুরের জয়দেবপুর থানার ধীরাশ্রম চঙ্গিরপাড় গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও মো. হেলালের স্ত্রী মীম (১৯)।

এ সময় তাদের সহযোগী ৪ মহিলাসহ ৭ মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক আসামীরা হলেন- আব্দুল খালেক (৩৭), সাথী (২০), শান্তা (২৫), ফাতেমা (৪৫), মরিয়ম বেগম (৫২), দুদু (৩০) ও গোলাম হোসেন (৬০)। এ বিষয়ে রোববার ভোরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র‌্যাব-১০। ওই দিন বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ।

র‌্যাব-১০ এর এসআই মো. আজহার মোবাইল ফোনে বলেন, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে কক্সবাজার ইয়াবার চালান ডেমরায় আসছে। এ খবরের ভিত্তিতে ওইদিন বিকালে ষ্টাফ কোয়ার্টার এলাকায় র‌্যাব-১০ অভিযান চালায়। এ সময় ৩ জনকে গ্রেফতার করা হলেও বাকি ৭ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা উদ্ধারসহ ২ টি মোবাইল সেট ও নগদ ৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়