শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০৫ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ওষুধ এসেছে সামান্য, জনবল সংকটে মশানিধন ব্যাহত দুই সিটি করপোরেশনে

সুজিৎ নন্দী: বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) চীন এবং দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভারত থেকে পরীক্ষামূলক সামান্য ওষুধ এনেছে। তবে নতুন আনা ওষুধ ছেটাতে নিয়ে জনবল সংকট দেখা দিয়েছে।

এ কারণে মাত্র একমাসের জন্য আউটসোর্সিং এর মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান চলছে। পাশাপাশি আগামী মাসের মধ্যে মশক নিধন ওষুধ শেষ হয়ে যাবে। এ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ফের নতুন ওষুধ আনা এবং অতিরিক্ত জনবল নিয়োগের মন্ত্রণালয়ের অনুমোদন না পেলে বড় ধরনের সংকট দেখা দেবে বলে আশঙ্কা করছেন দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা।

সূত্র জানায়, মাত্র ৪৮ শতাংশ জনবল নিয়ে সংস্থা দু’টি নাগরিক সেবা দিয়ে আসছে। এর ফলে নাগরিক সেবার মানও কমেছে। পাশাপাশি ডেঙ্গুসহ প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় নাগরিকসেবা অব্যাহত রাখতে বিভিন্ন সামাজিক সংগঠন, সরকারের অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানসহ স্বেচ্ছাসেবীদের ওপর নির্ভর করতে হচ্ছে এই দুই সিটি করপোরেশনকে।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘জনগণকে যথাযথ সার্ভিস দিতে অবশ্যই জনবল বাড়াতে হবে। আমাদের জনবল খুবই কম। সে কারণে জরুরি সার্ভিস দিতে আমরা হিমশিম খাচ্ছি। অন্যদের ওপর নির্ভরশীল হতে হচ্ছে। জনবল কাঠামো অনুমোদন পেলে নগরীতে এই সমস্যাগুলো দেখা দিতো না। তখন আরও ভালো সার্ভিস দেওয়া সম্ভব হতো।’

দুই সিটি করপোরেশনের একাধিক সূত্র জানায়, ঢাকা দক্ষিণে মশানিধন কাজে ৩৪৪ জন জনবল রয়েছে। এর মধ্যে স্প্রেম্যান রয়েছেন ১৮৩ জন, ক্রু ১৫১ জন ও সুপারভাইজার ১০ জন। অন্যদিকে, ঢাকা উত্তর সিটিতে এর সংখ্যা ৩১৭ জন। এর মধ্যে ১২০ জন স্প্রেম্যান ও ১৮৯ জন ক্রু-ম্যান। সুপারভাইজার রয়েছেন ৮ জন। মাত্র এক হাজার ৬৬১ জন জনবল নিয়ে এ বিশাল নগরীর মশানিধন কাজ পরিচালনা অসম্ভব বলে মনে করছে সিটি করপোরেশন। এ অবস্থায় ডেঙ্গু মোকাবেলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীদের সমন্বয়ে কমিউনিটি অ্যাম্বাসেড়র নিয়োগ করেছে। পাশাপাশি স্কাউটস ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ( বিএনসিসি) সদস্যদের দ্বারস্থ হয়েছে।

ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, ‘এখন সিটি করপোরেশনের আয়তন বেড়ে দ্বিগুণ হয়েছে। কিন্তু জনবল বাড়েনি। বরং কমছে। মাত্র ৪৮ শতাংশ জনবল নিয়ে এখন দ্বিগুণ সিটির সেবা দিয়ে যাচ্ছি। পরিচ্ছন্নতা ও মশানিধন কার্যক্রমসহ দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে।’

‘আমাদের যে জনবল কাঠামো রয়েছে, সেটা দীর্ঘ ৮-৯ বছর ধরে মন্ত্রণালয়ে পড়ে আছে। এখনও অনুমোদন দেয়া হয়নি। আমি বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে বলেছি।’
সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়