শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০১ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদীয় গণতন্ত্র বিকাশে ভূমিকা রাখবে ‘সত্যের স্পর্ধিত উচ্চারণ’, বললেন স্পিকার

আসাদুজ্জামান সম্রাট : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘সত্যের স্পর্ধিত উচ্চারণ’ গ্রন্থটি অনন্য অসাধারণ সৃষ্টি। গ্রন্থটি জাতীয় সংসদে মঈন উদ্দীন খান বাদল এমপির বক্তব্যের সংকলন। জনগণের নিকট দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তাঁর বক্তব্য অত্যন্ত নিপুন, দরদ, ভালবাসা ও আবেগে ভরপুর। এ গ্রন্থটি সংসদীয় গণতন্ত্র শক্তিশালী ও বিকাশে গুরুত্ব ভূমিকা রাখবে।

জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে রোববার মঈন উদ্দীন খান বাদল এমপি রচিত এই গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। গ্রন্থটির প্রকাশক সেলিনা খান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার সিদ্দীক আহমেদ, বীর উত্তম ও বীর বিক্রম এ, ডব্লিউ চৌধুরী, বিজেএমইএ এর সভাপতি ড. রুবানা হক, ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি বক্তব্য রাখেন।

ড. শিরীন শারমিন বলেন, মঈন উদ্দীন খান বাদল একজন দক্ষ পার্লামেন্টেরীয়ান। তিনি তাঁর বস্তুনিষ্ঠ সমালোচনার মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে রাখেন। তাঁর রয়েছে একটা নিজস্ব প্রতিবাদী সত্ত্বা। সংসদে তিনি কার্যপ্রণালী বিধি মেনে ও নির্ধারিত সময়ের মধ্যে সুচিন্তিত বক্তব্য রাখেন- যা স্পষ্ট। তাঁর বক্তব্যে গভীর রাজনীতি, দর্শন ও ইতিহাস খুজেঁ পাওয়া যায়। এ সময় স্পিকার গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়