শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৩৭ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবলে আরটিভি চ্যাম্পিয়ন

রফিক আহমেদ : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং জনতা ব্যাংকের সহযোগী পৃষ্ঠপোষকতায় ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর চ্যাম্পিয়ন হয়েছে আরটিভি। রোববার ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে আরটিভি টাইব্রেকারে ৩-১ গোলে চ্যানেল ২৪ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম জানান, নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র থাকলে টাইব্রেকারে জয়-পরাজয় নির্ধারিত হয়। উত্তেজনাপূর্ণ ফাইনালে প্রথমার্ধে মাসুদ মোস্তাহিদের জোড়া গোলে ২-০ তে এগিয়ে যায় আরটিভি। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ খেলে সমতায় ফেরে চ্যানেল ২৪। মাকসুদ উন নবী আর সাদমান সাকিবের গোলে খেলায় ফেরে চ্যানেল ২৪। বাকি সময়ে আর কোনো দল গোল না পেলে খেলা গড়ায় টাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে আরটিভির শরিয়ত, মাসুদ মোস্তাহিদ ও শরীফ উদ্দিন লিমন গোল করেন।

তিনি জানান, চ্যানেল ২৪ এর হয়ে একমাত্র গোলটি করেন হাসান শুভ্র। নিজে গোল করে এবং প্রতিপক্ষের শট আটকিয়ে ম্যান অব দ্য ফাইনাল হন আরটিভির গোল রক্ষক শরিয়ত খান। টুর্নামেন্টে সর্বোচ্চ ৫ গোল করে সেরা গোলদাতার পুরস্কার পান চ্যানেল আইয়ের রাহুল রায়। পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে চ্যানেল ২৪ এর সাদমান সাকিব হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এছাড়া পরিচ্ছন্ন খেলা উপহার দিয়ে ফেয়ার প্লে ট্রফি জেতে বার্তা ২৪।

তিনি আরও জানান, ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ফাইনালে আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কার্যনির্বাহী সদস্য খালিদ সাইফুল্লাহ ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক এবং সাবেক ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী খোকন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়