শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৪৭ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোলাকিয়া মাঠের ঐতিহ্য রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান কিশোরগঞ্জবাসী

জান্নাতুল পান্না: উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের সৌন্দর্য বিনষ্ট করে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র কমপ্লেক্স নির্মাণের প্রতিবাদ জানিয়েছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ঐতিহ্য রক্ষা কমিটি। স্থানীয় প্রশাসনের নেয়া এই সিদ্ধান্তকে ভুল ও হঠকারি আখ্যায়িত করে আড়াইশ’ বছরের ঐতিহ্য রক্ষায় মাঠ দ্বিখণ্ডিত করার এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তারা।

জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার মাঠ রক্ষা কমিটির মানববন্ধনে এই আহ্বান জানানো হয়েছে। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ঐতিহ্য রক্ষা কমিটির আহ্বায়ক ড. খলিলুর রহমানের নেতৃত্বে কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসা কিশোরগঞ্জবাসীদের মধ্যে বক্তব্য দেন- মাওলানা ইদ্রিস, মাওলানা কামাল উদ্দীন, সাংবাদিক আশরাফুল ইসলাম তুষার, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা বদিউজ্জামান, মাওলানা আল আমিন, মাওলানা আবু রায়হান, মাওলানা শরিফুল ইসলাম প্রমূখ।

মাঠ সংলগ্ন পশ্চিম পাশের গরুর হাটে মসজিদ নির্মাণের দাবি জানিয়ে বক্তারা বলেন, ওয়াকফ এনলিস্টেডের আইন অম্যান্য করে অন্যায়ভাবে কিশোরগঞ্জবাসীর মতের বিরুদ্ধে গিয়ে জোরপূর্বক এই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হয়েছে। ফতোয়া না জানা ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি বিশোরগঞ্জের জেলা প্রশাসকের এমন হঠকারি সিদ্ধান্তে কিশোরগঞ্জবাসী বিক্ষুব্ধ। প্রকল্পের নির্মাণ কাজ শুরু হওয়ার আগেই এ বিষয়ে জেলা প্রশাসককে লিখিত অনুরোধ জানানো হলেও স্থানীয়দের অনুরোধের তোয়াক্কা করছেন না তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মাঠ রক্ষা কমিটির নেতারা।

মানবন্ধন শেষে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ঐতিহ্য রক্ষা কমিটির আহ্বায়ক ড. খলিলুর রহমান ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টির গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের সহযোগিতা চান।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়