শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০১৯, ০১:২৯ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০১৯, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরের ঐতিহাসিক দালালবাজার জমিদার বাড়ি দখলে নিয়ে সরকারের সংস্কার শুরু

শেখ নাঈমা জাবীন : শুরু হয়েছে লক্ষ্মীপুরের ঐতিহাসিক দালালবাজার জমিদার বাড়ির সংস্কার। প্রশাসন বারবার উদ্যোগ নিলেও উচ্চ আদালতে মামলার কারণে কাজ শুরু করা যাচ্ছিলনা। সংস্কার শেষে প্রাচীন এই অবকাঠামোটিকে পর্যটন কেন্দ্র করার দাবি জানিয়েছে এলাকাবাসী। একাত্তর টিভি, ১৬:০০

১৯৪৬ সালে লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজারের জমিদার নবীন কিশোর রায় ও নরেন্দ্র কিশোর রায় প্রায় ৩৬ একর সম্পত্তি রেখে ভারতে চলে যান। এরপর আস্তে আস্তে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে দখলকরে এ জমিদার বাড়িটি। পরবর্তীতে ৪৫ বছর পর অবৈধ দখলদারদের হাত থেকে বাড়িটি উদ্ধার করে প্রশাসন নিয়ন্ত্রনে নিলেও হাইকোর্টে তিনটি রিট থাকায় অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছিলো এ নিদর্শনটি। কিন্তু চলতি বছরের ২৯ শে আগস্ট মামলার রায় আসে সরকারের পক্ষে। জমিদার বাড়িটি প্রত্মতত্ত্ব বিভাগ থেকে গেজেটভূক্ত হয়। এরপরই শুরু হয় সংস্কার।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, জমিদার বাড়িটি সংস্কার করার জন্য ইতোমধ্যেই বেশ কিছু বরাদ্দও এসেছে। সেই বরাদ্দের অর্থ দিয়ে আমরা জমিদার বাড়িটি আরো সুন্দর করার চেষ্টা করবো। তাহলে প্রত্মতত্ত্ব অধিদপ্তরের সংগ্রহশালাটা ঐতিহাসিক সংরক্ষণ হিসেবে সকলের কাছে সমাদৃত হবে।

প্রাচীন এই জমিদার বাড়িটিকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। আজো দূর-দূরান্ত থেকে ছুটে আসে অসংখ্য মানুষ।
একজন দর্শনার্থী বললেন, পুরোনো এই নিদর্শন দেখতে এসে খুব ভালো লাগছে। অনেক কিছু জানতে পারলাম। সরকার এ দিকে নজর দিলে অনেক পর্যটক এখানে ঘুরতে আসবে।

লক্ষ্মীপুর জেলা সদর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে এ জমিদার বাড়িতে আছে রাজগেইট, জমিদার প্রাসাদ, অন্দরমহল, শান বাঁধানো ঘাট, বিরাট লোহার সিন্দুক, নৃত্যশালা ও বহিরাঙ্গন। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়