শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৫৩ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্দার সম্ভাবনা উড়িয়ে দিলেও, সুদের হার আরো কমানোর ইঙ্গিত দিলেন ফেড চেয়ারম্যান পাওয়েল

নূর মাজিদ : অচিরেই মার্কিন অর্থনীতি মন্দায় পড়তে যাচ্ছে, গত শুক্রবার এমন উদ্বেগ নাকচ করে দিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল। এসময় তিনি, মার্কিন অর্থনীতিকে মন্দা ঝুঁকিমুক্ত রাখতে সকল প্রকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তবে ঝুঁকি এড়াতে অচিরেই নতুন করে সুদের হার কমানোর কথা জানান তিনি। খবর : সিএনএন।

বিশ্বের শীর্ষ দুই অর্থনীতি চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সংঘাতের কারণে মার্কিন অর্থনীতিতে মন্দার ঝুঁকি বেড়েছে। এই অবস্থায় গত শুক্রবার পাওয়েল বলেন, আমরা এমনটি হওয়ার পূর্বাভাস দিচ্ছিনা বা এমন অনুমানও করছিনা। সুইজারল্যান্ডের জুরিখে সুইস ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান থমাস জর্ডানের সঙ্গে এক আলোচনা চলাকালে তিনি এমন কথা বলেছেন। এসময় তিনি বরং মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক মত প্রকাশ করেন।

পাওয়েল বলেন, অদূর ভবিষ্যতে মার্কিন অর্থনীতি আরো ভালো করবে এবং বিদেশী বিনিয়োগ আকর্ষণেও শীর্ষ স্থান ধরে রাখবে। এই অবস্থার জন্য ফেডের সুদহার কর্তনকে ইতিবাচক প্রভাবকের কৃতিত্ব দেন তিনি। এক দশক পরে গত জুলাইয়ে প্রথম ফেডারেল রিজার্ভ সুদের হার কমায়। মূলত, বিনিয়োগ প্রবাহ বাড়াতেই এমন পদক্ষেপ নেয়া হয়। বিনিয়োগ প্রবাহে যে কোন প্রকার সংকোচন এড়াতে আগামী দিনেও এমন পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়ে পাওয়েল বলেন, পুঁজি প্রবাহ বাড়ার এই ইতিবাচক ধারা অব্যাহত রাখতে আমরা আগামী দিনেও যথাযথ পদক্ষেপ নেব।

উলে¬খ্য, আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর ওয়াশিংটনে ফেড কর্মকর্তারা মুদ্রানীতি নিয়ে এক বৈঠকে বসতে চলেছেন। ওই বৈঠকের আগে ফেড প্রধানের এমন বক্তব্য আরো সুদের হার কমানোর ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। এমনকি আলোচিত বৈঠকেই সুদহার কর্তনের ঘোষণা দেয়া হতে পারে। স¤পাদনা : ইমরূল শাহেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়