শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:২৯ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে আগাম শীতকালীন সবজিচাষে আশানুরূপ ফলন না হওয়ায় হতাশ কৃষক

শেখ নাঈমা জাবীন : যশোরে ব্যাপকভাবে শুরু হয়েছে আগাম শীতকালীন সবজি চাষ। মাঠের পর মাঠে এখন সবুজের সমারোহ। কিন্তু আশানুরূপ ফলন না হওয়ার আশংকায় হতাশ কৃষক। যদিও কৃষি বিভাগ বলছে, তাপমাত্রা কমে এলেই শঙ্কা কেটে যাবে। সময় টিভি, ১৬:০০

ব্যাপকভিত্তিক সবজি চাষের জেলা হিসেবে পরিচিত যশোর। সদর, চৌগাছা, মণিরামপুর, শার্শা ও বাঘারপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় সারাবছরই চাষ হয় সবজির।

তবে মৌসুমি সবজি চাষের পাশাপাশি একটু বেশি লাভের আশায় আগাম চাষও করেন এ অঞ্চলের কৃষকেরা। তারই ধারাবাহিকতায় এই বছরও শীতের আগেই চাষ হয়েছে শিম, মূলা, পাতাকপি, ফুলকপি, বেগুন, বরবটিসহ শীতকালীন বিভিন্ন সবজি। ফলে মাঠের পর মাঠে এখন সবুজের সমারোহ।

কৃষকেরা বলছেন, তাপমাত্রার কারণে ফলন ভালো হচ্ছে না। কৃষকরা জানান, এই বছর আমাদের আবহাওয়া ভালো না। ফসলও ঠিকভাবে পাচ্ছি না।

এক নারী কৃষক জানান, গাছ দেখে মনে হয় ফসল আসবে। কিন্তু ফসল আসছে না। ওষুধ দেওয়ার পরও ফলন আসছে না।
কৃষকদের অভিযোগ, ফলন ভালো করতে তারা যেসব উদ্যোগ নিচ্ছেন তাতে কাজ হচ্ছে না। কৃষি বিভাগ থেকেও কোন পরামর্শ বা সহযোগিতা পাচ্ছেন না তারা।

তবে, কৃষকদের অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগের কর্মকর্তা জানালেন, এ বছর অতি তাপমাত্রার কারণে কিছুটা সমস্যা দেখা দিয়েছে।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদ হোসেন শেখ বলেন, তাপমাত্রা ৩০-৩১-এ চলে এলে ফলন ভালো হবে। সেই সাথে তাদের যে ক্ষতি হয়েছে, সেটাও পুষিয়ে যাবে।

যশোর জেলায় প্রতিবছর প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়। আর এবার ৭৯০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির চাষ হয়েছে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়