শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৩৯ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ কামাল ক্লাব কাপে অংশ নিবে নেপালের থ্রি স্টার

নিজস্ব প্রতিবেদক : দুবছর অন্তর অনুষ্ঠিত হওয়া এ টুর্নামেন্ট এবার তৃতীয় আসর। আগামী ১৯ থেকে ৩১ অক্টোবর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসর। চট্টগ্রাম আবাহনী আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে খেলতে বাংলাদেশে আসতে চেয়েছে নেপালের ক্লাব থ্রি স্টার।

আয়োজকদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল এই টুর্নামেন্টে বাংলাদেশের বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, চট্টগ্রাম আবাহনী, ভারতের মোহনবাগান, মোহাডোন ও চেন্নাই সিটি এফসি এবং মালদ্বীপের টিসি স্পোর্টসর অংশগ্রহণ নিশ্চিত। বাকি ছিলো আরেকটি ক্লাবের কোটা। আর এই কোটা পূরণে টুর্নামেন্টে খেলার সম্মতি জানিয়েছে নেপালের প্রথম বিভাগের দল থ্রি স্টার ক্লাব।

গত বৃহস্পতিবার ক্লাবটি চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরী বরাবর লেখা এক চিঠিতে এই টুর্নামেন্টে অংশ নেয়ার নিশ্চয়তা দিয়েছে। তবে প্রধান সমন্বয়ক তরফদার মো. রুহুল আমিন বলেছেন, ‘এখনো কোনো কিছু ফাইনাল হয়নি। নেপালের থ্রি স্টার সম্মতি জানিয়েছে। আমাদের হাতে অন্যান্য আরো কয়েকটি ক্লাবেরও নাম এসেছে। আমি দেশের বাইরে আছি। ফিরে আমরা সব কিছু নিয়ে আগামী সপ্তাহে বসবো।’

বিভিন্ন সূত্রমতে আয়োজকদের হাতে আরো ভালো কয়েকটি ক্লাবের অপশন রয়েছে। তাই আরো ভালো দল পাওয়ার জন্যে আরো কিছুটা দিন অপেক্ষা করতে রাজি আয়োজক কমিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়